Nadia: ডেঙ্গুতে মৃত নদিয়ার বিজেপি নেতা

ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে রাজ্যে উদ্বেগ বাড়ছে রাজ্যের । এবার নদিয়ায় (Nadia) ডেঙ্গুতে মৃত্যু হল ৩৮ বছর বয়সী এক যুবকের।

Malaria death rate has returned to pre-COVID levels, says WHO

ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে রাজ্যে উদ্বেগ বাড়ছে রাজ্যের । এবার নদিয়ায় (Nadia) ডেঙ্গুতে মৃত্যু হল ৩৮ বছর বয়সী এক যুবকের। হরিণঘাটা এলাকার বাসিন্দা রমেশ দাস। কাশ্যডাঙা ১-এর রাইখাস এলাকার বিজেপির কো কনভেনার ছিলেন তিনি।  গত ২১ জুলাই জ্বর এসেছিল। বড় জাগুলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কল্যাণীতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকেরা। শহরে ডেঙ্গুর বাড়বাড়ন্তের সাথে এবার গ্রামেও ডেঙ্গুর উদ্বেগ ধরা পড়েছে।

   

গত বছর জুলাই মাসে ১৫০০ এর কাছাকাছি ছিল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ বছর এখনই তা ২ হাজার পার করেছে। নদিয়া সীমান্ত সংলগ্ন সমস্ত ব্লক এলাকায় নমুনা পরীক্ষা বাড়নো হয়েছে।

আবার, আগস্ট থেকে মাসে দুবার পরিচ্ছন্ন সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ডেঙ্গু হটস্পট এলাকায় কীটনাশকযুক্ত মশারি বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু রোধে নিয়মিত পর্যালোচনা বৈঠকও করতে বলা হয়েছে জেলাশাসকদের। প্রতিটি হাসপাতালকে ডেঙ্গু রোগীর জন্য নির্দিষ্ট বেড রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।