Weather Alert: দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার। রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারের মধ্যে। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। কলকাতা-সহ বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। ধান চাষ-সহ দক্ষিণবঙ্গের কৃষি কাজে বৃষ্টির ঘাটতিতে সমস্যা হতে পারে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত থেকে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত।
উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমে। ভারী বৃষ্টির সম্ভাবনা ছত্তীসগঢ়, বিদর্ভ ও মুম্বই সিটিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটকেও।