Dengue : ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য ভবনে বৈঠক

রাজ্য জুড়ে ডেঙ্গু মোকাবিলায় আজ স্বাস্থ্য ভবনে বৈঠক। এর সঙ্গেই সকল জেলার মুখ্য অধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্থির হবে পরবর্তী পদক্ষেপ। ইতিমধ্যে…

Dengue : ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য ভবনে বৈঠক

রাজ্য জুড়ে ডেঙ্গু মোকাবিলায় আজ স্বাস্থ্য ভবনে বৈঠক। এর সঙ্গেই সকল জেলার মুখ্য অধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্থির হবে পরবর্তী পদক্ষেপ। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখতে পাঠানো হয়েছে ৬টি টিম। 

Advertisements

গত বছরের ন্যায় এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশ কয়েক গুণ বেড়েছে। এক্ষেত্রে তৎপর হয়ে উঠেছে স্বাস্থ্য দফতর। গোটা রাজ্য জুড়ে ডেঙ্গুর প্রকোপ যেন কমানো যায় সেই উদ্দেশ্যে আজ স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে বৈঠক। 

   

কলকাতা বাদ দিয়ে বাকি সব জেলার সকল জনস্বাস্থ্য বিভাগের অধিকর্তা সহ অন্যান্য ব্যক্তিত্বদের সঙ্গে আজ মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা বৈঠকে বসবেন।

জানা গিয়েছে, এর আগে ৬টি জেলাতে বিশেষ স্বাস্থ্য দফতরের টিম গিয়েছিল। এক সপ্তাহ ধরে সেখানে তারা পর্যবেক্ষণ করেছে। সংগ্রহ করা হয়েছে রিপোর্ট। কোথায় কোন ত্রুটি রয়েছে সেই বিষয়ে দেখা হয়েছে খতিয়ে। 

Advertisements

সেই রিপোর্ট গতকাল জমা করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আজকের এই বৈঠক। উত্তর ২৪ পরগনা এবং বসিরহাটে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর সঙ্গেই হাওড়া, হুগলি, নদীয়াতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। নজর দেওয়া হচ্ছে রানাঘাটেও। 

এখনো পর্যন্ত জানা গিয়েছে দুর্গাপুরে ডেঙ্গুর প্রকোপ ভয়ংকর ভাবে বেড়ে চলেছে। এই সব মিলিয়ে নজরে আসছে স্বাস্থ্য দফতরের বেশ কিছু খামতি। এই জায়গাগুলো যেন পূরণ করা যায়। এবং কোন কোন রোগীদের হাসপাতালে ভর্তি করতে হবে তার গাইডলাইন ইতিমধ্যে হাসপাতাল গুলিতে দেওয়া হয়েছে।