Transfer Window: তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণের কাজে জোর দিয়েছে আই লীগের একাধিক ক্লাব। যার মধ্যে অগ্রণী ভূমিকায় রয়েছে রাজস্থান ইউনাইটেড ফুটবল (Rajasthan United) ক্লাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কম বয়সী ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করছে ক্লাব। নতুন মরসুমের স্কোয়াডে যুক্ত হলেন আরও একজন। তাকে বলা হচ্ছে রাইসিং স্টার বা উঠতি নক্ষত্র।
চলতি ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে নিজেদের স্কোয়াডে নিশ্চিত করেছে আই লীগের ক্লাব রাজস্থান ইউনাতের। নিশ্চিত হওয়া ফুটবলারদের মধ্যে বেশিরভাগ খেলোয়াড় বয়সে তরুণ। আগামী দিনে তারকা হওয়ায় সম্ভাবনা রয়েছে এরকম ফুটবলারদের দলে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে ক্লাব।
সম্প্রতি রাজস্থান ইউনাইটেডে নিশ্চিত হয়েছেন Sawma Tlangte। বয়সে একেবারেই তরুণ এই ফুটবলার। খুব বেশি তথ্য Sawma Tlangte এর ব্যাপারে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত এই ক্লাবই হয়তো হতে চলেছে তার কেরিয়ারের সব থেকে বড় মঞ্চ।
Rising Star, Sawma Tlangte embarks on a new journey as he joins RUFC! 🌟⚽️
Brace yourselves for a thrilling ride full of triumphs and heart-stopping moments. Together, we will strive for glory. 🦾#AbkhelegaRajasthan #Forward #RajasthanUnited pic.twitter.com/thPbHTQd6X
— Rajasthan United FC (@RajasthanUnited) July 24, 2023
জোর কদমে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাব। সামনে রয়েছে ডুড়ান্ড কাপ। সেখানে অংশ নেবে দল। তার আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে ক্লাব। ইতিমধ্যে স্থানীয় ফুটবল দলের সঙ্গে খেলা হয়েছে প্রস্তুতি ম্যাচ। অনুশীলন চালানোর পাশাপাশি মাঝে মধ্যে সই সংবাদ দেওয়া হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। তারুণ্যের বলে নতুন মরসুমে ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাব।