বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। ২০১৯ সালে এসেছিল তার ড্রিম গার্ল। এবার ২০২৩ সালে ফের আসতে চলেছে ড্রিম গার্ল 2। প্রথম ছবির পরে তার পার্ট টু দুর্ধর্ষ হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
ড্রিম গার্ল 2-এ পূজার চরিত্রে আয়ুষ্মান খুরানার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে গতকাল। পোস্টারে তাকে পর্দার আড়াল থেকে উঁকি মারতে দেখা যায়। এবং এর পিছনে লম্বা ট্রেসের ছায়া দেখা যায়।
এই সিক্যুয়েলে কী আছে সেই সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠছে তার অনুরাগীরা। ২৫ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে আয়ুষ্মান খুরানার একের পর এক ছবি নজর লেগেছে দর্শকদের দম লাগাকে হাইসা থেকে শুরু করে ড্রিম গার্ল এই সবেতেই তার অভিনয় সুনাম কুড়িয়েছে। এবার তার ড্রিম গার্ল টু এর প্রতিও এখন থেকেই বহু কৌতূহল প্রকাশ করেছেন তার অনুরাগীরা।