চাপের মধ্যে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) । একের পর এক ফুটবলারকে বিদায় জানাচ্ছে ক্লাব। বৃহস্পতিবারেও এক ফুটবলারকে ছাড়ল কেরালা ব্লাস্টার্স। এদিন বিকেলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বিদায় জানানোর এই খবর।
ট্রান্সফার মার্কেটে জোর কদমে দল গঠনের কাজ চালাচ্ছে দেশের একাধিক ক্লাব। নামকরা ফুটবলারদের সই করানোর পালা চলছে। উল্টো পথে কেরালা ব্লাস্টার্স। তারা একের পর এক ফুটবলার রিলিজ করে চলেছে। এদিনও রিলিজ করা হল একজনকে, তিনি আয়ুশ অধিকারী। ক্লাবের পক্ষ থেকে আয়ুশকে বিদায় জানানোর খবর প্রকাশ্যে আনতেই ক্ষোভ প্রকাশ করেছেন কিছু সমর্থক।
The Club has reached an agreement for the transfer of Ayush Adhikari.
We thank the young midfielder for time that he spent with us and wish him the very best on the next chapter.#KBFC #KeralaBlasters pic.twitter.com/VDKH6aFw1m
— Kerala Blasters FC (@KeralaBlasters) July 20, 2023
এবারের ট্রান্সফার উইন্ডোতে ইন্ডিয়ান সুপার লীগের একাধিক দল নামকরা ফুটবলারদের সই করিয়েছে। ব্যতিক্রমী কেরালা ব্লাস্টার্স। একের পর এক ফুটবলারকে রিলিজ করে চলেছে তারা। ব্লাস্টার্স থেকে রিলিজ হওয়া ফুটবলারদের তালিকায় যুক্ত হতে পারে আরও একটি নাম।
২২ বছর বয়সী আয়ুশ অধিকারী ইন্ডিয়ান সুপার লীগে খেলেছেন ধারাবাহিকভাবে। জাতীয় দলে এখনও সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন অনেকটাই। কেরালার ইন্ডিয়ান সুপার লীগের দলটির হয়ে খেলেছেন তিরিশটির কাছাকাছি ম্যাচ। উত্থান ওজোন এফসি থেকে। তারপর যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স এর যুব দলে। আগামী দিনে হয়তো যোগ দেবেন চেন্নাইয়েন ফুটবল ক্লাবে।
গত মরসুমের ইন্ডিয়ান সুপার লীগে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটি ম্যাচে দল তুলে নিয়েছিল নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। এরপর থেকে সমস্যায় পড়তে শুরু করে ক্লাব। ফেডারেশনের সিদ্ধান্ত গিয়েছে ব্লাস্টার্সের বিরুদ্ধে। শোনা গিয়েছিল নিজেদের বাঁচাতে আইনের পথে হাঁটছে কেরালার দলটি।