যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হল গল্ফগ্রিন থানায়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে অভিযুক্ত ওই ছাত্রীর সঙ্গে একই বিভাগে পড়েন। জানা গিয়েছে বন্ধুর বাড়িতে আড্ডার সময় আচমকায় ধর্ষণের চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন সেই ছাত্রী। ঘটনায় আতঙ্কিত ওই ছাত্রী এরপর গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করেন। ছাত্রীর বয়ান রেকর্ড করে ঘটনার তদন্ত শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবকের খোঁজ মিলছে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযোকারী ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার বয়স ২৫ বছর। ১০ জুলাই গল্ফগ্রিন থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগে তিনি জানান যে ঘটনার দিন বন্ধুর বাড়িতে সকলে মিলে গল্প করছিলেন। সেই সময় আচমকা ওই যুবক তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। ছাত্রী অভিযোগ করেছেন যে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণের চেষ্টাও করে।
গল্ফগ্রিন থানা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পুলিশ অভিযুক্ত যুবকের সঙ্গে কথা বলতে চায় এবংসেই জন্য তাকে খুঁজছে পুলিশ। এক সংবাদমাধ্যমকে অভিযোগকারী ছাত্রী জানিয়েছেন, “একটা বন্ধুর বাড়িতে আমরা আড্ডা দিতে গিয়েছিলাম। মাঝে কয়েকজন বন্ধু বাইরে বেরোয়। সেই সময়ই আমাকে জোর করে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায়।”