SBI: ফের সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক

নতুন ঘোষণা করল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ঋণের হারের (Loan) প্রান্তিক ব্যয় ৫ বেসিস পয়েন্ট বাড়ালো এসবিআই…

SBI raised interest rates on term deposits

short-samachar

নতুন ঘোষণা করল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ঋণের হারের (Loan) প্রান্তিক ব্যয় ৫ বেসিস পয়েন্ট বাড়ালো এসবিআই (SBI) । ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে নতুন হারগুলি ১৫ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে।

   

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে MCLR রেট বিভিন্ন সময়ে ৮ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশের মধ্যে থাকে। এই বৃদ্ধির পরে ব্যাঙ্কের গ্রাহকদের উপর হোম লোন, গাড়ি লোন, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণে ইএমআই-এর বোঝা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এর আগে SBI 15 মার্চ 2023-এ তার বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) 70 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল৷ এবার রাতারাতি MCLR 7.95 শতাংশ থেকে 8.00 শতাংশে বেড়েছে এসবিআই-এর ক্ষেত্রে। এক মাসের MCLR 8.10 শতাংশ থেকে বাড়িয়ে 8.15 শতাংশ করা হয়েছে।

৩ মাসের ক্ষেত্রে MCLR 8.10 শতাংশ থেকে 8.15 শতাংশ বাড়ানো হয়েছে। ৬ মাসের ক্ষেত্রে MCLR 8.40 শতাংশ থেকে বেড়ে 8.45 শতাংশ হয়েছে। ১ বছরের ক্ষেত্রে MCLR 8.50 শতাংশ থেকে 8.55শতাংশ বাড়ানো হয়েছে। ২ বছরের ক্ষেত্রে MCLR 8.60% থেকে 8.65% করা হয়েছে। ৩ বছরের MCLR 8.70% থেকে বেড়ে 8.75% হয়েছে।

এই বৃদ্ধির ফলে প্রভাব পড়বে ঋণগ্রহীতাদের ওপর (EMI Loan) বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের কোনও পরিবর্তন করেনি। এই মুহুর্তে রেপো রেট 6.50 শতাংশ। ২০২৩ এর জুন থেকে রেপো রেট পরিবর্তন করেনি Reserve Bank of India, বা RBI।