Transfer Window: ইন্ডিয়ান সুপার লীগ খেলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে পাঞ্জাবে। পাঞ্জাবের রাউন্ড গ্লাস ফুটবল ক্লাব (Round Glass Football Club) দল গঠনের সময় নিল বড় সিদ্ধান্ত। এক সঙ্গে ৬ জন ফুটবলারকে বিদায় জানিয়েছে ক্লাব। রবিবার বিকেল ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গতবারের আই লীগে সেরা দল হিসেবে উঠে এসেছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব ফুটবল ক্লাব। সেই সুবাদে তারা খেলবে ইন্ডিয়ান সুপার লীগে। ভারতের টপ ফুটবল লীগে খেলার জন্য স্কোয়াডে কিছু বদল করা জরুরি। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে প্রধান কোচের নাম। তার ছাত্রদের অন্তর্ভুক্ত করা পালা। ক্লাবের পক্ষ থেকে বিদায় জানানো হয়েছে ছয়জনকে – প্রাঞ্জল, হুয়ান নেল্লার, অফোবা সিং, শংকর, ভালপুঁইয়া এবং জতভিককে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব।
হুয়ান নেল্লার আর্জেন্টিনার ফুটবলার। গতবার দলের সাফল্যের পিছনে অবদান রেখেছিলেন। মাঝমাঠে খেলা তৈরি করার ক্ষেত্রে দক্ষতা রয়েছে তার। যদিও সব ম্যাচে মাঠে নামেননি তিনি। রাউন্ড গ্লাস পাঞ্জাবের আগে তিনি ভালো পারফর্ম করেছিলেন গোকুলাম কেরালার হয়ে। তুলনায় পাঞ্জাবের দলের কিছু কিছুটা নিরাশ করছিলেন আর্জেন্টিনার এই ফুটবলার।
Aleksandar Ignjatović ছিলেন ক্লাবের হাই প্রোফাইল ফুটবলার। অতীতে ফেইনুদের মতো ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলেন। রক্ষণভাগে দায়িত্ব পালন করতে তিনি সিদ্ধহস্ত। তবে বয়স কিছু বেশি, ৩৫ বছর। তাকেও বিদায় জানিয়েছে ক্লাব।