শনি-রবি মিলিয়ে গত দু’দিন ধরে অতি ভারী বৃষ্টিতে নাজেহাল রাজধানীর (New Delhi) জনজীবন। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে গত ৪০ বছরের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় (আজ রবিবার সকাল ৮;৩০ অবধি) ১৫৩ মিমি বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে। ১৯৮২ সালের পর একদিনে দিল্লিবাসী এত পরিমাণে বৃষ্টির সাক্ষী থাকল।
প্রচুর পরিমাণে বৃষ্টিতে যেমন অনেকেই অসুবিধায় পড়েন, তেমনি বর্ষাকাল যাদের প্রিয় তারা চুটিয়ে উপভোগ করেন। ইন্ডিয়া মেটিওরলোজিক্যাল ডিপার্টমেন্টের তরফে ৪০ বছরের রেকর্ড ভাঙার কথা প্রকাশ করা হয়। তবে এই অঝোরে বৃষ্টিতে অনেকেই মেতেছেন আনন্দে। আর তারই আভাস পাওয়া গেল টুইটারে।
সমগ্র টুইটার ছেয়ে গিয়েছে দিল্লিতে বৃষ্টি উপভোগ করার ভিডিও। সাধারণ নাগরিকরা তাদের ‘রিম ঝিম বর্ষা শাওন’ এর ছন্দে আনন্দে মাতার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন। এর মধ্যেই কয়েকটা ভিডিয়ো ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
শুধু যে বৃষ্টির ভিডিয়ো পোস্ট করেছেন তা নয়। কীভাবে এই বৃষ্টি-মুখর দিন পালন করলেন তারা সেটাও বাকি দেশবাসীর সঙ্গে শেয়ার করে নিলেন তারা। সকলেই (নেটাগরিকরা) উপভোগ করলেন দিল্লির সেই সব ছবি-ভিডিয়ো। কেউ শেয়ার করেছেন বৃষ্টির দিনে গরম গরম চা সঙ্গে পকোড়ার ছবি তো কেউ তাদের রোমান্টিক ড্রাইভের মুহুর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
কয়েকটা টুইট দেওয়া হল। দেখুন এবং কলকাতা থেকেই দিল্লির বৃষ্টি উপভোগ করুন –
हर राह पर आपके साथ!#DelhiRains pic.twitter.com/amMVpUbviq
— Delhi Traffic Police (@dtptraffic) July 9, 2023
Driving in the rains is fun only when you have a clear road, there is very little traffic and the rain is light. With #KishoreKumar for company ❤#sundayvibes #DelhiRains #singingintherain #singing#cars #driving pic.twitter.com/V7AmhRvpGD
— nirupama kotru🍁🌈🇮🇳 (@nirupamakotru) July 9, 2023
Heavily raining in #Delhi #DelhiRains #rain pic.twitter.com/XoTfBFMkfn
— Saheli Deb (@SaheliDeb09) July 9, 2023
https://twitter.com/Myliferule85/status/1677982182248443907?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677982182248443907%7Ctwgr%5Ee589d782b127dcb8e0f637b73997056f32829143%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fas-delhi-breaks-41-year-rainfall-record-heres-how-delhites-are-enjoying-rim-jhim-baarish-2404045-2023-07-09
রবিবারের ১৫৩ মিমি বৃষ্টির আগে দিল্লি ২০০৩ সালের ১০ জুলাই ১৩৩.৪ মিলিমিটার বৃষ্টি পেয়েছিল। তবে এই বার ছাপিয়ে গেল সেসব রেকর্ড। আগামী কয়েকদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে গোটা দিল্লি জুড়ে।