বর্তমানে রাস্তা থেকে শুরু করে বাড়ি সর্বত্র এলইডি বাল্বের রমরমা লক্ষ্য করা যায়। যদিও কিছুদিন আগের পর্যন্ত দৌড়াতে ছিল হলুদ বাল্বের। এই বাল্ব আমরা সকলেই দেখেছি। যদিও তারপরে ধীরে ধীরে বাজার দখল করতে শুরু করে সিএফএল বাল্ব। কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিলের খরচ বাঁচাতে বেশিরভাগ মানুষই ব্যবহার করেন এলইডি বাল্ব।
শুধু বাড়ি নয়, সরকারি থেকে শুরু করে কর্পোরেট সব অফিসেই এখন এলইডি বাল্বের দৌরাত্ম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সুইচ অফ করার পরেও এলইডি বাল্ব মৃদু ভাবে চলতে থাকে। এই সমস্যা অবশ্য আমাদের সকলের সাথেই লক্ষ্য করা যায়। তবে এর পেছনের কারণ আমাদের সকলেরই অজানা। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কারণে এলইডি বাল্ব বন্ধ করার পরেও মৃদু ভাবে চলতে থাকে।
প্রধানত বর্তমানে বাজারে দামি থেকে শুরু করে কম দামি বিভিন্ন রকমের এলইডি বাল্ব পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে কম দামি এলইডি বাল্ব ব্যবহার করলে এই ধরনের সমস্যার লক্ষ্য করা যায়। কারণ তার ভেতরে সমস্ত সার্কিট বোর্ড এবং এলইডি লাইট নিম্নমানের হয়। অন্যদিকে আরেকটি বড় সমস্যা হল আপনার বাড়ির বৈদ্যুতিক সংযোগ।
বাড়ির বৈদ্যুতিক সংযোগে নিউট্রাল লাইন যদি কোন রকম ভাবে লাইভ কারেন্টের সাথে যুক্ত হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যার লক্ষ্য করা যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে বাড়ির আর্থিং যদি ঠিকভাবে না করা থাকে তাহলে এই ধরনের সমস্যা চোখে পড়ে। তাই এলইডি বাল্ব কেনার সময় প্রথমে কিনে আনুন একটি দামি ব্র্যান্ডের এলইডি বাল্ব এবং তারপরও যদি আপনার বাল্ব মৃদুভাবে চলতে থাকে তাহলে ইলেকট্রিক টেকনিশিয়ান ডেকে সারিয়ে নেওয়া দরকার।