দল বদলের বাজারে (Transfer window) আরও এক চমক। অভিজ্ঞ ফুটবলার পেলেন নতুন দল। কলকাতায় চুটিয়ে খেলা এই ডিফেন্ডার এবার দিল্লির ক্লাবের হয়ে খেলবেন। সাইড লাইন দিয়ে ছুঁড়ে দেবেন লম্বা লম্বা থ্রো।
ভারতীয় ফুটবলে লম্বা থ্রো খুব বেশি ফুটবলার করতে পারেন না। লম্বা থ্রো প্লাস কলকাতা কানেকশন, অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে। রাজু গায়কোয়াদ। রাজু নতুন দল পেয়েছে। আই লীগের দিল্লির ফুটবল ক্লাবের হয়ে তিনি খেলবেন। সম্প্রতি অভিজ্ঞ এই ডিফেন্ডারকে দলে নেওয়ার কথা জানিয়েছিল দিল্লি ফুটবল ক্লাব।
রাজু গায়কোয়াদ সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। কলকাতার ফুটবল প্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখেছেন। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবে পরিচিতি হয়ে উঠেছিল এক সময়। লাল হলুদ জার্সি পরে ক্রমে জাতীয় স্তরে চিনিয়েছিলেন নিজের নাম। ২০১১ থেকে ২০১৫, এই কয়েক বছর টানা খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। তার আগে ছিলেন পৈলান অ্যারজে। ইস্টবেঙ্গলের পর মোহনবাগানের হয়েও মাঠে নেমেছিলেন। তবে খুব বেশি দিন সবুজ মেরুন শিবিরে ছিলেন না। ভারতের প্রচুর নামকরা ক্লাবে খেলেছেন। ইস্টবেঙ্গলের হয়ে দুই দফায় মাঠে নেমেছিলেন।
<
p style=”text-align: justify;”>নিজের কেরিয়ারে বহু খেতাব অর্জন করেছেন রাজু গায়কোয়াদ। দেশের হয়ে জিতেছেন নেহেরু কাপ। সাফ চ্যাম্পিয়নশিপে পেয়েছিলেন দ্বিতীয় স্থান। ইস্টবেঙ্গলের হয়ে জিতেছিলেন ফেডারেশন কাপ, শিল্ড, একাধিকবার কলকাতা ফুটবল লীগ। মোহনবাগানের হয়ে জিতেছিলেন ফেডারেশন কাপ।