বীরভূম (Birbhum) যেন আসলেই বোমাভূম! শয়ে শয়ে বোমা উদ্ধার করা হল পঞ্চায়েত ভোটের আগের দিন। তীব্র চাঞ্চল্য দুবরাজপুরে। কমপক্ষে ২০০টি বোমা মিলেছে।
পঞ্চায়েত ভোটের আগের দিন ২০০ টি তাজা বোমা উদ্ধার বীরভূমে। বোমা উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ।
দুবরাজপুরের ধগ্রাম এলাকার মাঠ থেকে তাজা বোমা উদ্ধার করা হয়। খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব ডিসপোজাল টিমকে। ধগ্রামে তীব্র আতঙ্ক। এলাকাবাসী