সম্প্রতি একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন আনোয়ার আলি (Anwar Ali)। ধারাবাহিক ভালো ফুটবল খেলার পরেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এবার আলোচনায় আনোয়ারের চোট। চোট কি খুব গুরুতর? প্রশ্ন রয়েছে ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে।
চোট পেয়েছেন আনোয়ার আলি। চিন্তায় মোহনবাগান (Mohun Bagan SG) সমর্থকরা। চলতি ট্রান্সফার উইন্ডোতে মোহন বাগান সুপার জায়ান্ট আনোয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে, এমনটা ফুটবল প্রেমীদের অনেকেই ধরে নিয়েছেন। মোহনবাগান সমর্থকরাও আনোয়ারকে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখার ব্যাপারে প্রবলভাবে আশাবাদী। এই পরিস্থিতি চোট সমস্যা চিন্তার কারণ হয়ে উঠেছে।
এখনও পর্যন্ত যা খবর তাতে আনোয়ার আলির চোট খুব একটা গুরুতর নয়। সম্ভবত পায়ের পেশিতে চোট রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুম শুরু হতে এখনও অনেকটা সময় রয়েছে। আনোয়ার তার আগেই সুস্থ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। আনোয়ারকে আগামী দিনে তারকার তকমা দেওয়া হচ্ছে। সাফ কাপের দলের সাফল্যের পিছনে অন্যতম কান্ডারী তিনি। রক্ষণভাগে তথা ডিপ ডিফেন্সে প্রতি ম্যাচে যুগিয়েছেন নির্ভরতা।
সম্প্রতি আনোয়ার সম্পর্কে বড় মন্তব্য করেছেন মহেশ গাউলি। তিনি বলেছেন, “আনোয়ার আলির মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে এবং ও জাতীয় দলের ভবিষ্যত তারকা। আনোয়ার খুব সংবেদনশীল, বুদ্ধিমান এবং দুই পায়ে বল কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে। আগামী দিনে ওর খেলা আরও খুলবে। ভবিষ্যতে একজন শীর্ষ শ্রেণীর ডিফেন্ডার হওয়ার সমস্ত গুণ রয়েছে।”