ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad SIddiqui) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অভিযোগ করেছেন এক মহিলা। পঞ্চায়েত ভোটের আগে এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। তবে মুচকি হাসছেন নওশাদ। তিনি বললেন এখন কিছু বলব না।
বিমানবন্দর এলাকার এক মহিলা বাসিন্দা বুধবার দুপুরে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন নওশাদের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
নওশাদ জানিয়েছেন, মহিলার যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তিনি নিজে থানায় চলে যেতে পারতেন। তিনি গিয়েছেন নাকি তাকে নেতারা নিয়ে এসেছে এই প্রশ্নটাই থেকে যাচ্ছে।
তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, আমার নামে অভিযোগ করছে সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের এক নেতা এটা দিনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে একটি ষড়যন্ত্র আছে। এর আগে আমার নামে মার্ডারের কেস দিয়েছিল। আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল মার্ডার কেস সঙ্গে অস্ত্র আইনেরও মামলা দিয়েছিল। আমায় আটকে রাখতে পারিনি। ওরা আমার সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না তাই এই কর্মকাণ্ড।
তিনি আরো জানিয়েছেন যে, আমি এই বিষয়ে এখন কিছু বলব না আমার কাছে আগে নোটিশ আসুক যে আসলে আমার বিষয়ে কি অভিযোগ দায়ের হয়েছে। আমি নোটিশ পেলেই তারপরে এ বিষয়ে মুখ খুলব।