ISF: নেই ৮২ প্রার্থী! পঞ্চায়েত ভোটেই নওশাদের হাতছাড়া হবে ভাঙড়?

ভোটে নেই ৮২ আইএসএফ প্রার্থী। এদের প্রার্থীপদের জন্য আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। একসাথে ডজন ডজন প্রার্থী অকেজো! ফলে এই পঞ্চায়েতগুলিতে নির্দল…

ISF: নেই ৮২ প্রার্থী! পঞ্চায়েত ভোটেই নওশাদের হাতছাড়া হবে ভাঙড়?

ভোটে নেই ৮২ আইএসএফ প্রার্থী। এদের প্রার্থীপদের জন্য আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। একসাথে ডজন ডজন প্রার্থী অকেজো! ফলে এই পঞ্চায়েতগুলিতে নির্দল বা ভোট পরবর্তী দলবদলেই ভরসা আইএসএফের।

Advertisements

হাইকোর্টে বড়সড় ধাক্কা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দলীয় প্রার্থীদের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছো পঞ্চায়েত ভোটে লড়তে পারবেন না  ৮২ জন আইএসএফ প্রার্থী। আগামী ১৫ দিন পর ফের শুনানি।

Advertisements
   

মনোনয়ন পর্বের সময় রাজনৈতিক হামলার অভিযোগ এনে ভাঙড়ের ৮২ জন আইএসএফ কর্মী জানান তারা মনোনয়ন জমা দিতে পারেননি। আদালত নির্দেশ দেয় পুলিশ প্রহরায় তারা মনোনয়নপত্র জমা দেবে। আইএসএফ প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনরে দাবি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এই প্রার্থীরা মনোনযন জমা করেছিল তাই বাতিল করা হয়েছে। কমিশনের পক্ষে আদালত দিল রায়।