রবিবার আইএসএফ-তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রকোনা। সেই রেশ কাটতে না কাটতেই এবার উদ্ধার হল বোমা তৈরির সরঞ্জাম।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কোল্লা গ্রাম লাগোয়া মাঠের মাঝখানে শিলাবতী নদী লাগোয়া ভোদারীপাল এলাকায় সোমবার সাত সকালে উদ্ধার হয় বোমা প্রস্তুত করার বিভিন্ন সরঞ্জাম।
জানা গিয়েছে, গ্রাম্বাসীরা মাঠে কাজ করতে এসে দেখেন নদীর পাড়ে একটি গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জামাদি। এমনকি একটি অর্ধেক-বাধা বোমাও দেখতে পাওয়া গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।
স্থানীয় মানুষদের দাবি, হয়তো রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ চলছিল এই এলাকায়। কোনও কারণে তারা সেই এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তাদের জিনিসপত্র পড়ে রয়েছে।
উল্লেখ্য,কয়েকদিন ধরেই চন্দ্রকোনার কল্লা গ্রামে তৃণমূল ও তৃণমূলের গোঁজ নির্দলদের মধ্যে একটা চরম উত্তেজনা রয়েছে এলাকায়। সেই ঘটনার সাথে এই বোমা বাঁধা বা বোমা উদ্ধারের ঘটনার যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ বোম ও ছড়িয়ে ছিটিয়ে থাকা মশলা সেখান থেকে নিয়ে যায়।
উল্লেখ্য, রবিবার চন্দ্রকোনা টাউন থানার কৃষ্ণপুর গ্রামে তৃণমূল ও আইএসএফ-বাম জোটের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছিল এলাকায় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই ঘটনার পরদিন ফের বোমার সামগ্রী উদ্ধারে চন্দ্রকোনার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।