Weather: মেঘ-বৃষ্টির খেলায় একাধিক জেলায় গরম বাড়বে

Weather: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ‘গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা আছে। সেই অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে আগামী দু-তিনদিন…

Kolkata weather update today

Weather: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ‘গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা আছে। সেই অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরকম বৃষ্টি চলবে।’

Advertisements

শুক্রবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় (উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে।

   

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থকে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Advertisements

আজ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে।