Nandigram: ভোটের আগে নন্দীগ্রাম থানায় রদবদল

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ রাজ্যের। দায়িত্ব থেকে সরানো হল নন্দীগ্রামের (Nandigram) আইসিকে। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুমন রায়চৌধুরী। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্বে…

mumbai-police

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ রাজ্যের। দায়িত্ব থেকে সরানো হল নন্দীগ্রামের (Nandigram) আইসিকে। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুমন রায়চৌধুরী। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্বে থাকবেন ডিএসপি মমিনুল হক।

Advertisements

পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রামের আইসিকে দায়িত্ব থেকে সরানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

   

উল্লেখ্য, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে বার বার অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। বাম, কংগ্রেস, বিজেপির সব পক্ষেরই কিছু না কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

Advertisements

প্রসঙ্গত, সুমন রায়চৌধুরী নন্দীগ্রামের দায়িত্ব নিয়েছিলেন ২০২২ সালের মার্চে। তার আগে আইসি হিসেবে দায়িত্বে ছিলেন তুহিন বিশ্বাস। সেই আইসির বিরুদ্ধেও বিরোধী শিবিরের, অভিযোগ ছিল।

বঙ্গ রাজনীতির অন্যতম স্থান নন্দীগ্রাম। একুশের বিধানসভা নির্বাচনে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল বাংলা। শাসক থেকে বিরোধী সব পক্ষের নজর নন্দীগ্রামে। পঞ্চায়েত ভোটের মুখে প্রশাসনের এই পদক্ষেপে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।