ফের আরেকটি রেল দুর্ঘটনার খবর। এবার ঘটিনাস্থল আমেরিকা। মন্টানার ইয়েলোস্টোন নদীর উপর দিয়ে যাওয়া একটি সেতু শনিবার ভোরে হঠাৎ ভেঙে পড়ে যায়। ঠিক সেই সময় সেতু দিয়ে রাসায়নিক পদার্থ নিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। ব্রিজ ভেঙে পড়তেই মালগাড়িও নদীতে পড়ে যায়। এরপর সেই বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ জলে মিশে যেতে শুরু করে।
স্টিলওয়াটার কাউন্টি ডিস্যাস্টার এন্ড এমার্জেন্সি সার্ভিসেস এর তরফে জানানো হয়েছে যে ট্রেনটি গরম অ্যাসফল্ট এবং তরল সালফার নিয়ে যাচ্ছিল। ভোর ৪ টে নাগাদ এই দুর্ঘটনা হওয়ার পরই প্রশাসন এলাকার সমস্ত পানীয় জন সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীকে খাবার জল সংরক্ষণ করে রাখতে অনুরোধ করা হয়েছে। সংবাদসংস্থা এপি-র এক সাংবাদিক লক্ষ্য করেন যে ঘটনার পরই ট্রেনের বোগিগুলো থেকে হলুদ রঙের কোনও পদার্থ বেরিয়ে এসে জলে মিশছে।
কাউন্টির জরুরী পরিষেবার প্রধান ডেভিড স্ট্যামি জানান যে দুর্ঘটনার পর যারা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে, তারা নিরাপদে আছেন এবং কোনও বিপদ নেই। তিনি আরও জানান যে বিপজ্জনক তরল গুলি নদীর জলের সঙ্গে মিশে আরও তরল হয়ে যাচ্ছে। মালগাড়ি থেকে নদীতে পড়ে যায় ৩ টি অ্যাসফল্ট গাড়ি এবং ৪ টি সালফার গাড়ি।
ঘটনার সময় ট্রেনে যারা ছিলেন তারা সকলেই সুরক্ষিত রয়েছেন। কোনও আহতের খবর এখনও অবধি নেই। মন্টানা রেল লিঙ্ক-এর মুখপাত্র অ্যান্ডি গারল্যান্ড জানান যে তরল অ্যাসফল্ট এবং সালফার শীতল তাপমাত্রার সংস্পর্শে এলেই তা দ্রুত শক্ত হয়ে যায়। অপরদিকে এলাকার ইন্টারনেট প্রদানকারী সংস্থা গ্লোবাল নেট জানিয়েছে যে ব্রিজ ভেঙে পড়ার ফলে একটি ফাইবার-অপটিক কেবিলের তার ছিঁড়ে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যের ইন্টারনেট পরিষেবা।
ভারী বর্ষণের কারণে ফুলে-ফেঁপে উঠেছে ইয়েলোস্টোন নদী। তার প্রভাবেই কি ব্রিজ ভেঙে পড়ল? তা এখনও অবধি স্পষ্ট নয়। ব্রিজ ভেঙে পড়ার কারণ খুঁজতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।