আদিপুরুষ চলচিত্র নিয়ে বিতর্ক শুরু হতেই তা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল নেপালে। শুধু আদিপুরুষই নয়, গোটা নেপালে কোন বলিউড বা হিন্দি সিনেমা দেখানো যাবেনা বলে ঘোষণা করা হয়েছিল। এবার কিছুটা শিথিল হল সেই সিদ্ধান্ত। শুক্রবার থেকে ফের শুরু নেপালের রাজধানী কাঠমান্ডুতে হিন্দি ছবির প্রদর্শন। তবে হিন্দি ছবির উপর নিষেধাজ্ঞা তুললেও, উঠল না ‘আদিপুরুষ’ এই উপর থেকে।
আদিপুরুষ এখনও নিষিদ্ধ নেপালে। তবে শুরু হয়েছে ভিকি কৌশল-সারা আলি খান অভিনীত ‘জ়ারা হাটকে জারা বাচকে’ ছবি দেখানো।
নেপালের ভূমিকন্যা সীতা এবং তাঁর জন্মসূত্রের ইতিহাসকে ভারতীয় সিনেমায় বিকৃত করার অভিযোগে নেপালে নিষিদ্ধ হয়ে যায় আদিপুরুষ। উল্লেখ্য রামায়ণে বর্নিত সীতার জন্মস্থল জনকপুর নেপালের অন্তর্গত। নেপালের ভূমিকন্যা সীতাকে আদিপুরুষে ‘ভারতের কন্যা’ আখ্যা দেওয়া হয়! আর সেই নিয়েই শুরু হয়ে যায় ব্যপক বিতর্ক। এরপরই কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সিংহ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করে দেন।
নেপাল মোশন পিকচার অ্যাসোশিয়েশন (Nepal Motion Picture Association) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে শুক্রবার (২৩ জুন ২০২৩) থেকে সমস্ত নেপালি এবং বিদেশী ভাষার ছবি দেখানো হবে শুধু আদিপুরুষ বাদ দিয়ে।