Yemen Crisis: লোহিত সাগরে আতঙ্ক, হামলা করতে ঢুকছে মার্কিন যুদ্ধ জাহাজ

আফগানিস্তান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের গবেষণা হতে চলেছে লোহিত সাগর তীরবর্তী ইয়েমেন (Yemen)। মিসাইল ধংসকারী ও বিমান হামলার উপযুত্ত…

আফগানিস্তান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের গবেষণা হতে চলেছে লোহিত সাগর তীরবর্তী ইয়েমেন (Yemen)। মিসাইল ধংসকারী ও বিমান হামলার উপযুত্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে।

ভারত মহাসাগরে নিযুক্ত মার্কিন রণতীর বিশেষ ডেস্ট্রয়ারের অভিমুখ ইয়েমেন উপকূলের দিকে। দেশটিতে ক্ষমতা দখলকারী হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরব নেতৃত্বের জোট অভিযান চলছে ২০১৪ সাল থেকে। তবে ইয়েমেন এখনও হুথি দখলে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বোমারু বিমান, যুদ্ধ জাহাজ পাঠাতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। এখান থেকেই আগামী সময়ে আক্রমণ চালানো হবে।

 আল জাজিরার খবর, ইয়েমেনের ক্ষমতা দখল করা হুথি গোষ্ঠী বারবার নিসাইল হামলা করছে। প্রতিবেশি দেশগুলির মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির দিকেই হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাতে বারবার বিশ্ব আলোড়িত।

আরব জোটের অভিযোগ, ইয়েমেনের ক্ষমতায় থাকা হুথিদের সমর্থন করছে ইরান। আরও অভিযোগ, সমুদ্র পথে ইয়েমেমের উপকূলে ইরানের পাঠানো সামরিক সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে।

ইয়েমেনের অপসারিত প্রেসিডেন্ট মনসুর হাদিকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দিতে সৌদি আরব নেতৃত্বে জোট সেনার হামলা ও হুথি গোষ্ঠীর প্রত্যাঘাতে পরিস্থিতি উত্তপ্ত। আন্তর্জাতিক মহলের আশঙ্কা হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে বিভিন্ন দেশে। এর জেরে জারি হয়েছে সতর্কতা। মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হুথিদের ঘাঁটি ধংসের অভিযান ঘিরে ফের তোলপাড় ভারত মহাসাগর। ইয়েমেন ঘিরে রাখা লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগরে ফুলে উঠছে আতঙ্কের ঢেউ।