US: দাবানলের আগুনেই নতুন বছর, হাজার হাজার আমেরিকান গৃহহীন

News Desk: মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্য কলোরাডোয় দাবানল আরও বড় আকার নিল। বছর শেষ ও নতুন শুরুর মুহূর্তে এ এক নিদারুণ পরিস্থিতি। হাজার হাজার আমেরিকান…

News Desk: মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্য কলোরাডোয় দাবানল আরও বড় আকার নিল। বছর শেষ ও নতুন শুরুর মুহূর্তে এ এক নিদারুণ পরিস্থিতি। হাজার হাজার আমেরিকান গৃহহীন।

ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান। দমকল কর্মীরা দিন রাত কাজ করছেন। প্রায় ১৬০ কিলোমিটার জুড়ে দাবানল লেগেছে। অন্তত ৫০০ বাড়ি-ঘর আগুনে পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো শুষ্ক অঞ্চল। চলতি বছর সেখানে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে আরও বেশি শুষ্ক হয়ে গেছে। খরা পরিস্থিতি। এই অবস্থান দাবানল ছড়িয়েছে।

বিবিসি জানাচ্ছে দাবানল ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দাবানলের তাণ্ডবে মৃত্যু ও আহতের আশঙ্কা রয়েছে।
কলোরাডোর মেয়র জানিয়েছেন, ভয়াবহ আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি।