US High Alert: নিউইয়র্কে জারি জরুরি অবস্থা, মার্কিন মুলুক জুড়ে ভয়

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে জারি হয়েছে সতর্কতা। আর নিউইয়র্কে শুরু হলো জরুরি অবস্থা। জনগণকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে আচমকা এই পরিস্থিতির জেরে দুনিয়ার…

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে জারি হয়েছে সতর্কতা। আর নিউইয়র্কে শুরু হলো জরুরি অবস্থা। জনগণকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে আচমকা এই পরিস্থিতির জেরে দুনিয়ার অন্যতম নগরী নিউইয়র্কের বাসিন্দারা হতচকিত।

বিবিসি জানাচ্ছে, এক দশক পর মার্কিন যুক্তরাষ্ট্রে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। এর পরেই নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ১৯৫৫ সালে ব্যাপকভাবে টিকাদান শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৭৯ সাল নাগাদ পোলিওমুক্ত ঘোষণা করা হয় দেশটিকে। মাঝে কয়েকবার পোলিও শনাক্ত হলেও গত প্রায় এক দশক কারও শরীরে পোলিও হয়নি।

ফক্স নিউজের খবর, নিউইয়র্কে একজনের দেহে পোলিও শনাক্ত হয়েছে। গোটা নিউইয়র্কে পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ওয়াশিংট পোস্টের খবর, চলতি বছর তৃতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হলো নিউইয়র্কে। এখানকার গভর্নর ক্যাথি হকাল এর আগে করোনা এবং মাঙ্কিপক্স সংক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, নিউইয়র্ক সিটি আর আশপাশের চারটি কাউন্টির বর্জ্যে পোলিও ভাইরাসের অবস্থান নির্নয় করা গেছে। এর ফলে শিশুদের নিয়ে চিন্তা বেশি। পোলিও হলে বিকলাঙ্গের সম্ভাবনা প্রবল। পোলিওর কোনও চিকিৎসা আবিষ্কৃত হয়ন। একমাত্র টিকার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের হিসেব বর্তমান টিকাদানের হার ৭৯ শতাংশ থেকে ৯০ শতাংশে তোলার কাজ চলছে।