US: মার্কিন মুলুকে লরির ভিতর ৪২টি মৃতদেহ, নিহতরা ‘ভিনদেশি’

মার্কিন যুক্তরাষ্ট্রে (US) শোরগোল। একটি লরির ভিতর থেকে কমপক্ষে ৪২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফক্স নিউজের খবর, টেক্সাসের সান আন্তোনিও শহরে লরির ভেতর থেকে…

মার্কিন যুক্তরাষ্ট্রে (US) শোরগোল। একটি লরির ভিতর থেকে কমপক্ষে ৪২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফক্স নিউজের খবর, টেক্সাসের সান আন্তোনিও শহরে লরির ভেতর থেকে সার সার মৃতদেহ অবস্থায় উদ্ধার করা হয়।

মৃতরা কোনও বিদেশি দেশের নাগরিক বলে মনে করা হচ্ছে। তারা মানব পাচারকারীদের সাহায্যে মানের যুক্তরাষ্ট্রে ঢুকেছিল বলে মনে করছে পুলিশ।ব

   

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এটি মেক্সিকো সীমান্তে মানব পাচারের সাম্প্রতিকতম ঘটনাগুলোর মধ্যে একটি।

মেক্সিকোর বিগেশমন্ত্রী মার্সেলো ইব্রার্ট বলেছেন, মৃতরা কোন দেশের জানতে চেষ্টা চলছে।

সান আন্তোনিও শহরের সংবাদ মাধ্যম কেএসএটি কে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, এই শহরের উপকণ্ঠে একটি প্রত্যন্ত এলাকায় রেলপথের পাশে ট্রাকটি রাখা ছিল। তার ভিতরে মিলেছে এত মানুষের দেহ।

বিবিসির খবর,মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ১৬০ মাইল দূরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রেরের শহর সান আন্তোনি। সেখানে সোমবার তাপমাত্রা ছিল তীব্র আদ্রতা। সেই কারণে দম আটকে মৃত্যু বলেও মনে করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে এই সান আন্তোনিও শহরে ১০ জন অনুপ্রবেশকারী মারা গিয়েছিল।