Ukraine War: একটা গুলি সীমাম্ত পার করলে…রাশিয়া শুনল হুমকি

ইউক্রেনের মাটিতে (Ukraine War) রুশ সেনার অভিযান থেকে কোনওরকমভাবে যেন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির দিকে গুলি না চলে। তেমন হলে ভয়ঙ্কর জবাব পাবে রাশিয়া। এমনই হুমকি…

ইউক্রেনের মাটিতে (Ukraine War) রুশ সেনার অভিযান থেকে কোনওরকমভাবে যেন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির দিকে গুলি না চলে। তেমন হলে ভয়ঙ্কর জবাব পাবে রাশিয়া। এমনই হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

বিবিসির খবর, ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারের এই হামলায় ৩৫ জন নিহত এবং আরও ১৩৪ জন আহত হয়েছেন। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে ন্যাটোর ভূখণ্ডে আঘাত করলে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়া হবে।

   

ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনীয় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল পরিমাণ ধ্বংস হয়েছে। মস্কোর দাবি, বিদেশিদের সরবরাহ করা এসব অস্ত্র ওই ঘাঁটিতে মজুত রাখা হয়। এছাড়া ইউক্রেনে ১৮০ জনের বেশি ‘ভাড়াটে বিদেশি সেনা’ খতমের দাবি করেছে রাশিয়া।

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ইয়াভোরিভ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি ঘাঁটিতে রবিবার হামলা চালায় রুশ বাহিনী। প্রশিক্ষণে ব্যবহৃত এই ঘাঁটিতে আগে ন্যাটো সামরিক প্রশিক্ষকরা ছিলেন।

এই হামলার পরেই সরগরম আন্তর্জাতিক মহল। ইউক্রেন ন্যাটো সদস্যভুক্ত দেশ নয়। কিন্তু ন্যাটো ঘনিষ্ট। আর পোল্যান্ড সরাসরি ন্যাটো অন্তর্ভুক্ত। আমেরিকার বক্তব্য, ন্যটো সদস্য কোনও দেশে হামলা হলে জবাব দেওয়া হবে।