Ukraine war: প্রবল আতঙ্ক পোল্যান্ডে, সীমান্তের কাছে পরপর রুশ মিসাইল হামলা

পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের বিশাল সামরিক ঘাঁটি প্রায় নিশ্চিহ্ন। ক্রমাগত রুশ মিসাইল আছড়ে পড়ছে সীমান্তের খুব কাছে। একেবারে মাপাঝোঁকা হামলা। সীমান্ত রেখা পেরিয়ে আসেনি কোনও…

পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের বিশাল সামরিক ঘাঁটি প্রায় নিশ্চিহ্ন। ক্রমাগত রুশ মিসাইল আছড়ে পড়ছে সীমান্তের খুব কাছে। একেবারে মাপাঝোঁকা হামলা। সীমান্ত রেখা পেরিয়ে আসেনি কোনও মিসাইল। (Ukraine War)

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো বাহিনী ঢুকবে না। কিন্তু ন্যাটো সদস্যভুক্ত দেশে রুশ সেনার হামলা হলে তার জবাব দেওয়া হবে। বিবিসির খবর, ন্যাটো সদস্য দেশ পোলান্ডের সীমান্তে ইউক্রেনের জমিতে প্রবল হামলা চালাচ্ছে রাশিয়া।

আল জাজিরার খবর, বিমান হামলায় ইয়াভোরিভ সামরিক ঘাঁটি গুঁড়িয়ে গেছে। ইউক্রেন জানিয়েছে, বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। তবে হামলার সময় সেখানে তারা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।  রুশ বিমান  সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রকেট ছুড়েছে। এটি পোল্যান্ডের সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। রয়টার্স ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়া এই নিয়ে  মন্তব্য করেনি। 

ইউক্রেনের দাফন, লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৪ জন।