Ukraine War: রুশ-ইউক্রেন বৈঠকে ‘শান্তি অধরা’, নাগরিকদের নিরাপত্তায় সম্মতি

শান্তি অধরা রইল। যুদ্ধ চলবে। তবে যুদ্ধক্ষেত্র (Ukraine War) থেকে অসামরিক নাগরিকদের সরাতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন।  দ্বিতীয় দফায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক চলে টানা…

শান্তি অধরা রইল। যুদ্ধ চলবে। তবে যুদ্ধক্ষেত্র (Ukraine War) থেকে অসামরিক নাগরিকদের সরাতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন।  দ্বিতীয় দফায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক চলে টানা তিনঘন্টা।

বিবিসির খবর, বেলারুশে তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আবারও বসার আশা জানিয়েছে দু’পক্ষ।

   

বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানান, দ্বিতীয় দফার বৈঠক শেষ। এবারও আশানুরূপ কোনো ফল পাওয়া না গেলেও  ‘মানবিক করিডর’ খুলে দিতে সম্মত হয়েছে উভয়পক্ষ। যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষের জন্য ওষুধ ও খাবার সরবরাহের বিষয়টিও নিশ্চিতে সম্মত হয়েছে। কিছু নির্দিষ্ট এলাকায় অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলেছি আমরা। আগামীতে আবারও আলোচনা হবে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একান্ত বৈঠকের বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে মস্কো এ ব্যাপারে এখনও সবুজ সংকেত দেয়নি।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগেই জানান, ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। কিন্তু ইউক্রেনের সামরিক পরিকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা চলবে।

ইতিমধ্যে, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর একটি তদন্ত শুরু করেছে যা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।  আইসিসির প্রসিকিউটর করিম খান বলেন, “প্রমাণ সংগ্রহে আমাদের কাজ এখন শুরু হয়েছে।”