Ukraine War: পুতিন বোঝালেন খেলা চলছে, রুশ হামলায় কিয়েভবাসী মাটির তলায়

ক্রিমিয়ার (crimea) বিখ্যাত ক্রেচ সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেন Ukraine War) থেকে পাঠানো হয়েছিল বার্তা এই তো শুরু! আর সোমবার রুশ হানায় ফের জ্বলছে ইউক্রেনের রাজধানী…

ক্রিমিয়ার (crimea) বিখ্যাত ক্রেচ সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেন Ukraine War) থেকে পাঠানো হয়েছিল বার্তা এই তো শুরু! আর সোমবার রুশ হানায় ফের জ্বলছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ (Kiev)। রুশ প্রেসিডেন্ট পুতিনের বোমারু জবাব খেলা চলছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়া (Russia) আমাদের দুনিয়া থেকে মুছে ফেলতে চায়। পরপর বিস্ফোরণে জ্বলছে ইউক্রেন রাজধানী। কিয়েভবাসী চলে গেছেন (Under Ground মাটির তলায়।

বিবিসির খবর,ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় কিয়েভকে দায়ী করে মস্কো। এর জবাব দিতে ক্রিমিয়া  ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলা শুরু হতেই কিয়েভের বাসিন্দারা মাটির তলায় বাংকারে চলে যান। কিয়েভের সব মেট্রো রেল স্টেশন লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন। আর উপরে পুরো শহর জ্বলছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর সেখানে মেরামত চলছে। আল জাজিরার দাবি, ২০১৪ সালে ক্রিমিয়া কেটে নেওয়ার পর সেখানে হামলা করে ইউক্রেন। তার জবাবে রুশ সেনা কিয়েভে পরপর বিস্ফোরণ ঘটায়।

রুশ বাহিনীর এম হামলায় ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,  ইউক্রেন জুড়ে হামলা দেখিয়ে দিয়েছে যে, রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলার চেষ্টা করছে।

জেলেনস্কির দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো বলেছেন, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার। অনেকগুলো শহরে হামলার তথ্য রয়েছে।