Ukraine War: এবার ফিনল্যান্ডের আকাশে রুশ বোমারু কপ্টারের গর্জনে ইউরোপ জুড়ে আতঙ্ক

ইউক্রেনের পর ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকল রুশ অ্যাটাক হেলিকপ্টার। ক্রমশই জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ (Ukraine War) ঘিরে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো…

ইউক্রেনের পর ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকল রুশ অ্যাটাক হেলিকপ্টার। ক্রমশই জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ (Ukraine War) ঘিরে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি।

মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো গোষ্ঠীর সদস্য পদ চাওয়ার কারণেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। এবার ন্যাটো জোটের সামিল হওয়ার দাবি জানাল ফিনল্যান্ড। এর পরেই দেশের আকাশসীমায় ঢুকল রুশ অ্যাটাক হেলিকপ্টার। কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এবার ফিনল্যান্ডেও আক্রমণ চালাতে পারে রুশ বাহিনী।

তবে ইউক্রেনের পর রাশিয়া যদি ফিনল্যান্ডের দিকে হাত বাড়ায় তবে ইউরোপের একাধিক দেশ এমনকী, আমেরিকাও সরাসরি যুদ্ধের ময়দানে নামতে পারে। ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্তে বাড়ছে উত্তেজনা। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বিশেষ অবস্থান নিয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আলজাজিরা ও বিবিসির সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া চায় না ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হোক। তবে ফিনল্যান্ড যদি ইউক্রেনের মতো বারবার ন্যাটোর সদস্য হওয়ার দাবি জানাতে থাকে সেক্ষেত্রে রাশিয়া তাদের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করতে পারে।

রুশ সীমান্ত সংলগ্ন এলাকায় মার্কিন সেনার সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে ফিনল্যান্ডের বাহিনী। এর ফলে উত্তেজনা আরও বাড়ছে।

প্রায় আড়াই মাস যুদ্ধ চালিয়ে এখনও ইউক্রেন জয় করতে পারেনি রাশিয়া। যত সময় গড়াচ্ছে ততই ধৈর্য হারিয়ে আরও নৃশংস আচরণ করছে পুতিনের বাহিনী। ইউক্রেনের মারিউপোল শহরের আজভস্টল ইস্পাত কারখানা আটকে থাকা প্রায় হাজারখানেক সাধারন মানুষ ও ইউক্রেনীয় সেনাকে উদ্ধার করার জন্য সামরিক যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছিল রুশ সেনা। কিন্তু যুদ্ধ বন্ধ রাখার কথা বললেও তারা এদিনও নির্বিচারে ইস্পাত কারখানা লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় একজন ইউক্রেনীয় সেনার প্রাণ গিয়েছে। পাশাপাশি বেশকিছু গাড়ি ও পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এদিনের ঘটনার পর কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনডার লিয়েনকে উদ্দেশ্য করে ওরবান বলেছেন, আমাদের অবিলম্বে রাশিয়ার ওপর আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। গোটা ইউরোপীয় ইউনিয়নে যাতে রাশিয়ার তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধানকে আরও সক্রিয় হতে হবে।

এরইমধ্যে জি-৭ গোষ্ঠীর নেতারা আগামী রবিবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভিডিও কনফারেন্স একটি বৈঠক করবেন। ক্রমশই সামনে আসছে রুশ সেনার একের পর এক অমানবিক আচরণের কথা। নাবালিকা ও মহিলাদের উপর নৃশংস অত্যাচার কথা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল নাবালকও যুবকদের উপরেও তারা চরম যৌন অত্যাচার চালাচ্ছে।

রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও রুশ সেনার এই পাশবিকতার খবর স্বীকার করে নেওয়া হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি প্রামীলা প্যাটেন জানিয়েছেন, রুশ সেনার হাত থেকে শুধু নারী নয় পুরুষ ও নাবালকরাও রেহাই পাচ্ছে না। তাদের উপরও চলছে চরম শারীরিক অত্যাচার।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাশিয়াকে অবশ্যই যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। এরইমধ্যে শুক্রবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র আলেক্সেই জাইতসেভ জানিয়েছেন ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর কোনও পরিকল্পনা তাঁদের নেই।