Ukraine Crisis: ‘স্বাধীন’ ঘোষণা করে ইউক্রেনের দুটি রাজ্যের নিয়ন্ত্রণ নিল রাশিয়া

আন্তর্জাতিক হুঁশিয়ারি (Ukraine Crisis) উপেক্ষা করে ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করল রাশিয়া।রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি…

Vladimir Putin

আন্তর্জাতিক হুঁশিয়ারি (Ukraine Crisis) উপেক্ষা করে ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করল রাশিয়া।রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক এবং লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’

কূটনৈতিক মহলের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে ইউক্রেন সরকারের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত সম্ভাবনা আরও বাড়ল।

সোমবার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে দীর্ঘ বৈঠকে পুতিন একতরফা জানান, দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন ঘোষণা করা হবে। পুতিন বলেন, ‘আপনাদের সবার মতামত জানলাম।’

বিবৃতিতে রুশ সরকার জানায়, পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে স্বাধীন হিসাবে ঘোষণা করতে যাচ্ছেন পুতিন। অদূর ভবিষ্যতে এই ব্যাপারে লিখিত নির্দেশ দেবেন তিনি। রুশপন্থী নেতাদের সঙ্গে চুক্তি সাক্ষর করতে দেখা যায় পুতিনকে। রাশিয়ার সংসদের উচ্চ কক্ষকে এই সিদ্ধান্ত সমর্থন করতে বলেন পুতিন।

এই সিদ্ধান্তের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলার ওলাফ শলৎসকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু দুই দেশের প্রধান তীব্র অসম্মতি প্রকাশ করেছেন।

পুতিন বলেন, ‘আমরা অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানাচ্ছি। অন্যথায়, রক্তপাতের দায় সম্পূর্ণ ভাবে বর্তাবে ইউক্রেনের ক্ষমতায় থাকা সরকারের উপরে।’ তিনি আরও বলেন, ‘আধুনিক ইউরোপের সম্পূর্ণ রূপকার শুধু রাশিয়াই।’

এর ফলে রুশপন্থী সংগঠনগুলির সঙ্গে শান্তিচুক্তি শেষ হলো এবং ইউক্রেন অঞ্চলে সেনাও পাঠাতে পারবে রাশিয়া। দুই অঞ্চলের হাজার হাজার মানুষ, যাদের কাছে রাশিয়ার পাসপোর্ট রয়েছে, তাদের সুরক্ষার্থে এই পদক্ষেপ বলে ব্যাখ্যা দিতে পারেন পুতিন।