Ukraine Crisis: ইউক্রেনে প্রবল বিস্ফোরণ, উড়ে গেল রাশিয়া-ইউরোপ তেল সংযোগ লাইন

পরিস্থিতি আরও ঘোরতর হয়ে গেল ইউক্রেনে (Ukraine Crisis),  দেশটির রুশ সীামান্তবর্তী অঞ্চলে পরপর হামলা চলছে। রুশপন্থী ও ইউক্রেনীয় সেনার সংঘর্ষে প্রায় যুদ্ধ অবস্থা। এরই মাঝে…

পরিস্থিতি আরও ঘোরতর হয়ে গেল ইউক্রেনে (Ukraine Crisis),  দেশটির রুশ সীামান্তবর্তী অঞ্চলে পরপর হামলা চলছে। রুশপন্থী ও ইউক্রেনীয় সেনার সংঘর্ষে প্রায় যুদ্ধ অবস্থা। এরই মাঝে রয়টার্স জানাল, রুশপন্থীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর জেরে উড়ে গেছে রাশিয়ার সঙ্গে পুরো ইউরোপের তেল সংযোগ লাইন।

বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন শহরের একটি আন্তর্জাতিক তেল পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগ, পুরো ইউক্রেন কে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিতে এমন বিস্ফোরণের ঘটানো হয়। এক্ষেত্রে অভিযুক্ত রুশপন্থী বিদ্রোহীরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ওই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ করা হয়। এমনই জানাচ্ছে রুশ সংবাদ সংস্থা তাস (Tass)।

বিবিসি জানাচ্ছে, শুক্রবার রাতে পাইপলাইনের শক্তিশালী বিস্ফোরণ ঘটে ইউক্রেনের বিছিন্নতাবাদী অধ্যুষিত শহর লুগানস্কে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাইপলাইনে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে লুগানস্কে আরেকটি বিস্ফোরণ ঘটে।  দুটি বিস্ফোরণেই এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত দুদিন ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী  অধ্যুষিত অঞ্চলগুলি সংঘর্ষ কবলিত। ইউক্রেনের সেনা বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের সংঘর্ষ হঠাৎ বেড়েছে। রুশপন্থীদের নেতারা জানাচ্ছেন, সীমাম্ত পার করে বহু মানুষকে রাশিয়ার দিকে পাঠানোর কাজ চলছে।