UK: ইউরোপে সবথেকে বড় হামলার পরিকল্পনা করেছে রাশিয়া, দাবি ব্রিটেনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ততকালীন সোভিয়েতের লাল ফৌজ নাৎসি জার্মানির সেনাকে তাড়া করে চূডান্ত জয় এনেছিল। সেই প্রসঙ্গ টেনে ইউক্রেন সংকট প্রেক্ষিতে ব্রিটেনের (UK) দাবি, বর্তমান রাশিয়া…

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ততকালীন সোভিয়েতের লাল ফৌজ নাৎসি জার্মানির সেনাকে তাড়া করে চূডান্ত জয় এনেছিল। সেই প্রসঙ্গ টেনে ইউক্রেন সংকট প্রেক্ষিতে ব্রিটেনের (UK) দাবি, বর্তমান রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেন সংকটের প্রেক্ষিতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তথ্যপ্রমাণ বলছে, রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। পরিকল্পনার বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, একটি বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা এখন মিউনিখে আছেন। সেখানেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ হামলার প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া এমনভাবে আগ্রাসন শুরু করতে চায়, যেন তা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলে। যুদ্ধে যে শুধু জীবনেরই ক্ষয় হবে, সেটা মানুষকে বুঝতে হবে।’

ওয়াশিংটন বলছে, বর্তমানে ইউক্রেন সীমান্তে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজারের মতো রুশ সেনা অবস্থান করছে। পশ্চিমা দেশগুলোও সতর্ক করে বলছে, রাশিয়া যে কোনও সময় হামলা করতে পারে।

আর ইউক্রেন সরকার জানাচ্ছে দেশের পূর্ব সীমাম্তে রুশ সেনার মদতে রুশপন্থী বিদ্রোহীরা প্রবল হামলা চালাতে শুরু করেছে।

আল জাজিরার খবর, রাশিয়া লাগোয়া ইউক্রেনের দুটি রাজ্য সম্পূর্ণ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এর সীমাম্ত পুরো উন্মুক্ত। হাজার হাজার মানুষ ইউক্রেন ছেড়ে রাশিয়ার দিকে ঢুকছেন। রুশপন্থী বিদ্রোহী গোষ্ঠী বড়সড় হামলা করবে বলেই তৈরি হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, সীমান্ত সুরক্ষায় দেশ ততপর।