Gold Mine in Peru: পেরুর সোনার খনিতে অগ্নিদগ্ধ হয়ে ২৭ জনের মৃত্যু

বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উত্‍পাদক দেশ পেরু। দেশটি বছরে ১০০ টনেরও বেশি খনন করে যা সমগ্র বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। পেরুর একটি সোনার খনিতে (Gold Mine in Peru) আচমকাই আগুন লেগে যায়।

27 People Killed in Devastating Fire at Gold Mine in Peru - Latest Updates

বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উত্‍পাদক দেশ পেরু। দেশটি বছরে ১০০ টনেরও বেশি খনন করে যা সমগ্র বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। পেরুর একটি সোনার খনিতে (Gold Mine in Peru) আচমকাই আগুন লেগে যায়। সেই আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন ২৭ জন শ্রমিক। আগুন লাগার পরে উদ্ধারকাজ শুরু হলেও বাঁচানো যায়নি অনেকেই।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৭৫ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে।

গত ২০ বছরে পেরুর মতো ছোট দেশে এটিই সবচেয়ে বড় খনি বিপর্যয়।দক্ষিণ পেরুর আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ সোনার খনিতে আগুন লাগে।

কর্মকর্তারা জানিয়েছেন, যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন খনি শ্রমিকরা ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন। সূত্রের খবর অনুযায়ী, মাত্র ২ জনকে ওই জ্বলন্ত খনি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

খনির মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় খনির মধ্যে থেকে বাইরে বের হতে পারেননি শ্রমিকরা।খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

প্রশাসনিক কর্তার কথায়, ওই সোনার খনিটি খুবই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পৌঁছাতে সড়কপথে দেড় ঘণ্টার বেশি সময় লেগে যায়। এই দূরত্বই উদ্ধারকাজে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছিল।