Afghanistan: টার্গেটে মহিলারা, ইসলামি শরিয়া আইনে মাথা কাটবে তালিবান জঙ্গি সরকার

তালিবান (Taliban)Taliban জঙ্গি সরকার চালু করছে কুখ্যাত ধর্মীয় আইন। নরম তালিবান মুখোশ খুলছে তারা। আফগালিস্তান (Afghanistan) ফিরছে মোল্লা ওমরের নিয়ম কানুনের সময়ে। দ্বিতীয় দফায় ক্ষমতা…

তালিবান (Taliban)Taliban জঙ্গি সরকার চালু করছে কুখ্যাত ধর্মীয় আইন। নরম তালিবান মুখোশ খুলছে তারা। আফগালিস্তান (Afghanistan) ফিরছে মোল্লা ওমরের নিয়ম কানুনের সময়ে।

দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর ঝাঁ চকচকে সাংবাদিক সম্মেলন থেকে তালিবান সরকারের মুখপাত্র জাবি়উল্লাহ মুজাহিদ জানিয়েছিল এবার থেকে নরম তালিবান দেখা যাবে। খানিকটা সেই পথ নিলেও এবার আসল রূপে আসছে আফগানিস্তানের তালিবান সরকার। জঙ্গি সংগঠনটির প্রধান হাইবাতুল্লা আখুন্দাজাদার নির্দেশে চালু হচ্ছে কড়া ধর্মীয় আইন।

  • ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় তালিবান শাসন ছিল আফগানিস্তানে
  • ২০২১ সালের ১৫ আগস্ট থেকে চলছে দ্বিতীয় দফার তালিবান সরকার
  • ইসলামি শরিয়া আইন ধর্মীয় নীতি মেনে চলে। এর চরম শান্তি প্রকাশ্যে যন্ত্রণা দিয়ে মৃত্যু।

তালিবান সরকার ফের ইসলামি শরিয়া আইন চালু করতে চলেছে। এই আইন মোতাবেক মহিলারা হতে চলেছেন মূল লক্ষ্য। কারণ, প্রথম দফার মোল্লা ওমরের সময় তালিবান সরকার শরিয়া আইন চালু করেছিল। এতে প্রকাশ্যে কাটা হতো মাথা। মহিলাদের পাথর ছুঁড়ে ও গুলি করে মারা হতো।

বিবিসির খবর, তালিবানদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা সম্প্রতি বিচারকদের নির্দেশ দিয়েছে, কঠোর শরিয়তি আইন প্রয়োগ করার। আখুন্দজাদার নির্দেশ টুইট করে জানিয়েছে তালিবান মুখপাত্র।

আল জাজিরার খবর, আফগান বিচারকদের প্রতি সর্বোচ্চ তালিবান নেতা আখুন্দজাদার নির্দেশ, দোষী সাব্যস্তদের শরিয়তি আইন প্রয়োগ করে মৃত্যুদণ্ড থেকে শুরু করে চাবুক মারা, পাথর ছুড়ে মারার মতো ব্যবস্থা নিতে হবে।