Taliban 2.0: জলদি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছি দাবি করে আত্মহারা তালিবান জঙ্গি সরকার

আবেগে আত্মহারা হয়ে গেছে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার (Taliban 2.0)। আন্তর্জাতিক স্বীকৃতি আসতে চলেছে বলেই দাবি সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। তালিবান বিদেশমন্ত্রীর দাবির পরেই…

Taliban 2.0

আবেগে আত্মহারা হয়ে গেছে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার (Taliban 2.0)। আন্তর্জাতিক স্বীকৃতি আসতে চলেছে বলেই দাবি সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির।

তালিবান বিদেশমন্ত্রীর দাবির পরেই বিশ্বজুড়ে শোরগোল পড়েছে। প্রশ্ন, কোন দেশ এই জঙ্গিদের সরকারকে দিতে চলেছে প্রথম স্বীকৃতি। এ বিষয়ে তালিবান অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির দাবি, আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে। আমরা সেই লক্ষ্যের কাছাকাছি এসেছি।

তালিবানের তরফে আন্তর্জাতিক স্বীকৃতির কাছাকাছি আসার দাবি করা হলেও, কোনও দেশই তাদের তরফে স্বীকৃতি দিতে চায়নি। এমনকি আফগান তালিবান ঘনিষ্ঠ পাকিস্তান ও তাদের মিত্র দেশ চিন নীরব। তালিবানই আফগানিস্তানের ভবিতব্য বলে দাবি করা রুশ সরকারও এগিয়ে আসেনি। তালিবান সরকারকেই সবরকম আন্তর্জাতিক সাহায্য বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানে চরম মানবিক সংকট চলছে। অর্থ ও খাদ্য সংকট প্রবল। এই অবস্থায় ওয়াশিংটনের প্রতি অর্থনৈতিক অবরোধ তুলে নিতে আহ্বান জানিয়েছে তালিবান সরকার।

টানা ২০ বছর মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল আফগানিস্তান। গত বছর ১৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাদের আফগান অভিযান সম্পূর্ণ বন্ধ করে। এর পরেই তালিবান জঙ্গিরা দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের সরকার গড়েছে। কিন্তু তালিবানের এই সরকারকে কোনও দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

জানুয়ারি মাসে নরওয়ের রাজধানী অসলোতে তালিবান সরকারের বিদেশমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম ইউরোপে বৈঠক করে তালিবান। তবে অসলো আলোচনার বিষয়ে নরওয়ের বিদেশমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছিলেন, এই বৈঠক তালিবানকে বৈধতা দেওয়া বা স্বীকৃতির জন্য ছিল না।