Iran: ইরানে CCTV দিয়ে মহিলাদের হিজাব-পোশাকে নজরদারি

হিজাব বিরোধী বিদ্রোহে (Hijab protest) অশান্ত পরিবেশ তৈরি হয়ে আছে (Iran) ইরানে। তীব্র দমন পীড়ন চলছে। প্রতিবাদীদের কয়েকজনকে দাঙ্গাকারী বলে চিহ্নিত করে ফাঁসি দিয়েছে সরকার।

iran_hijab

হিজাব বিরোধী বিদ্রোহে (Hijab protest) অশান্ত পরিবেশ তৈরি হয়ে আছে (Iran) ইরানে। তীব্র দমন পীড়ন চলছে। প্রতিবাদীদের কয়েকজনকে দাঙ্গাকারী বলে চিহ্নিত করে ফাঁসি দিয়েছে সরকার। আর ইরানি-কুর্দিস মহিলারা হিজাব বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন।

এবার হিজাব বাধ্যতামূলক নিয়ম ধরে রাখতে সর্বত্র সিসিটিভি বসানোর নির্দেশ দিল সরকার। প্রকাশ্যে কেউ হিজাব খুলে ঘুরলেই হবে শাস্তি। বিভিন্ন মানবাধিকার সংগঠমের দাবি, হিজাব বিদ্রোহের জেরে বহু ইরানি মহিলা প্রকাশ্যে হিজাব খুলে ঘুরছেন। তাদের উপর নজরদারি করতে সিসিটিভির উপর নির্ভর করছে সরকার।

নিয়ম ভাঙলেই হবে কড়া শাস্তি। জানাচ্ছে ইরানের পুলিশ। অভিযোগ, হিজাব ছাড়া রাস্তায় বের হওয়া মাহশা আমিনিকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মৃত্যু হয় পুলিশের হেফাজতে। এর পর হিজাব বিরোধী বিক্ষোভে ইরান হয় তীব্র উত্তপ্ত।