Sri Lanka Crisis: অর্থাভাবে আগুন জ্বলছে লঙ্কায়, পলাতক প্রেসিডেন্টের ঘরে টাকার পাহাড়!

কাঁড়ি কাঁড়ি টাকা রাখা আছে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিশাল বাসভবনে। তিনি সিংহলি জনতার মারের ভয়ে নৌ বাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছেন। তীব্র আর্থিক সংকটের জেরে…

Sri Lanka crisis, Sri Lanka, Colombo, Gotabaya Rajapaksa

কাঁড়ি কাঁড়ি টাকা রাখা আছে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিশাল বাসভবনে। তিনি সিংহলি জনতার মারের ভয়ে নৌ বাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছেন। তীব্র আর্থিক সংকটের জেরে বিক্ষোভ (Sri Lanka Crisis) চলছে শ্রীলংকায়। এদিকে প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়া হাজার হাজার জনতা পেয়েছে বিপুল পরিমাণ শ্রীলংকান রুপি।

অর্থাভাবে আগুন জ্বলছে লংকায়। আর পলাতক প্রেসিডেন্টের আবাসনে টাকার পাহাড়। গোতাবায়া পালানোর আগে বেশ কয়েকটি বিরাট ব্যাগ নিয়ে গেছেন। সেই ব্যাগে কী আছে তা স্পষ্ট নয়। শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের সরকারি বাসভবন থেকে কয়েক লাখ শ্রীলংকান রুপি পাওয়ার দাবি করেছেন বিক্ষোভকারীরা৷ 

শ্রীলংকার সংবাদপত্র Daily Miror জানাচ্ছে, বিক্ষোভকারীরা কোনও টাকা নেননি। তাঁরা সব টাকা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্টের ফেলে যাওয়া টাকা গুণছেন কয়েকজন। 

উত্তাল শ্রীলংকা। সোনার লংকায় আগুন জ্বলছে। ত্রেতা যুগে পৌরাণিক মত অনুসারে রাবণের লংকায় আগুন ধরান পবনপুত্র হনুমান। আর একুশ শতকের হাইটেক লংকায় অর্থনৈতিক সংকটে জর্জরিত বিক্ষুব্ধ জনতা আগুন ধরান পদত্যাগী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে। তিনিও পলাতক। আগেই পালিয়ছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

লংকা টাইমস জানাচ্ছে, বুধবার রনিল বিক্রমাসিংহে পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন দেশটিক সংসদ অধ্যক্ষ। কিন্তু কে হবেন প্রধানমন্ত্রী? সিংহলি জনতার মারের ভয়ে কেউ রাজি হচ্ছেন না। সেক্ষেত্রে চলতি সংকটে শ্রীলংকায় ফের জরুরি অবস্থা জারি হতে পারে। সেনাবাহিনী ক্ষমতা তুলে নিতে পারে।

রাষ্ট্রসংঘের তথ্য বলছে প্রতি পাঁচ জন সিংহলির মধ্যে চার জন একবেলা খাচ্ছেন। বিদেশি মুদ্রা নেই। জ্বালানি, ওষুধ, খাদ্য কোনও কিছুই আমদানি করতে পারছে না শ্রীলংকা। অভিযোগ, দেশটির প্রবল ক্ষমতাশালী রাজাপাকসে পকিবার কোষাগার নিয়ে ছিনিমিনি খেলেছে। আর্থিক সংকট যে তীব্র তার দিকে নজর ছিল না। প্রবল সংকটের কারণে গত মে মাস থেকে দফায় দফায় বিক্ষোভে জ্বলছে শ্রীলংকা।

আগেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। তিনি একসময় ভয়ঙ্কর এলটিটিই জঙ্গি সংগঠনকে খতম করে শ্রীলংকার শান্তি প্রতিষ্ঠা করেন। তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, সম্পদের অপচয় অভিযোগ উঠতে থাকে। আরও অভিযোগ রাজাপাকসে পরিবারের সব সদস্যরা ক্ষমতার শীর্ষে গিয়ে দুর্নীতির চরম সীমা পার করেন। আর্থিক সংকটের মুখে সবাই পালান। মাহিন্দার বাড়িতে আগুন ধরানো হয়। তিনি ভয়ে পদত্যাগ করেন। বিরোধী পক্ষ থেকে রনিল বিক্রমাসিংহে কে প্রধানমন্ত্রী করা হয়।
এবার কে প্রধানমন্ত্রী ? গোরু খোঁজার মতো খোঁজ চলছে। বিক্ষোভও তুঙ্গে।