Abu Bakar : গ্রেফতার মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ‘মোস্ট ওয়ান্টেড’ আবু বকর

অবশেষে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড আবু বকর (Abu Bakar)। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পিছনে হাত ছিল তার। পরপর ১২টি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের।…

Abu Bakar

অবশেষে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড আবু বকর (Abu Bakar)। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পিছনে হাত ছিল তার। পরপর ১২টি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। আহত হয়েছিলেন ৭১৩ জন। তাকে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণ, ধারাবাহিক বিস্ফোরণে ব্যবহৃত আরডিএক্স চালান এবং আমিরশাহির অন্যতম শহর দুবাইয়ে দাউদ ইব্রাহিমের বাড়িতে বসে হামলার পরিকল্পনা রচনা করেছিল বলে মনে করা হয়। পাকিস্তান এবং আমিরশাহিতে দু’টি বাসভবন ছিল আবুর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০১৯ সালেও তাকে একবার ধরা সম্ভব হয়েছিল। কিন্তু কিছু কাগজপত্রের সমস্যার কারণে আইনের জাল কেটে বেরিয়ে আসে আবু বকর। এবার আর তেমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। 

সংযুক্ত আরব আমিরশাহি গ্রেফতারের পর দ্রুত  ভারতে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। প্রথমবারের জন্য ভারতীয় আইনের মুখোমুখি হবে আবু।