Sri Lanka Crisis: রাজাপাকসে পরিবারকে ‘নিরাপদে দেশত্যাগ করাতেই’ ফের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে

শ্রীলংকার ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রবল। পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণরোষ থেকে বাঁচতে আত্মগোপনে আছেন। বিক্ষোভ প্রশমনের চেষ্টায় দেশটির প্রেসিডেন্ট গোতাভায়া…

শ্রীলংকার ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রবল। পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণরোষ থেকে বাঁচতে আত্মগোপনে আছেন।

বিক্ষোভ প্রশমনের চেষ্টায় দেশটির প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাকসে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন। শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হলেন দেশটির বিরোধী দল ইউনাইটেড ন্যাশানাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংঘে।

   

বিবিসি জানাচ্ছে, আর্থিক সংকটের জেরে তীব্র ক্ষোভে জ্বলছে শ্রীলংকা। রাজাপাকসে পরিবার দেশত্যাগ করতে পারে। তবে দেশবাসী তাকে পালাতে দেবে না।সেনাবহিনী নামিয়েও বিক্ষোভ সামাল দেওয়া যায়নি। উল্টে সেনাবহিনী গুলি চালাতে অস্বীকার করেছে।

বিবিসির খবর, নতুন প্রধানমন্ত্রী বিক্রমাসিংঘে কয়েক দশক ধরে শ্রীলংকার রাজনীতিতে জড়িত আছেন। প্রধানমন্ত্রী পদে তার ষষ্ঠবার নিয়োগ। তবে গত ৫ বার তিনি কুর্সিতে বসলেও কোনবারই তিনি প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি।

তাকে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী পদে তাকে নিয়োগ করা হয়েছে কারণ রাজাপাকসে পরিবারের সদস্যদের তিনি নিরাপত্তা দেবেন বলে মনে করা হচ্ছে। আপাতত ক্ষমতাহীন রাজপাকসে পরিবারকে নিরাপদে দেশত্যাগের ব্যবস্থাও তিনি করবেন বলে ধারণা করা হচ্ছে।