অস্ট্রেলিয়ারও রানি ছিলেন এলিজাবেথ, গোপন কুঠুরিতে রাখা তাঁর ‘সিডনি লেটার’ ঘিরে রহস্য

অস্ট্রেলিয়া (Australia) সরকারের গোপন ভল্টে অতি সুরক্ষিত একটি চিঠি আছে। সেই চিঠি মাত্র একজন একবারই পড়তে পারবেন। এমনই এক রহস্যময় চিঠির (mysterious letter) লেখিকা সদ্য…

অস্ট্রেলিয়া (Australia) সরকারের গোপন ভল্টে অতি সুরক্ষিত একটি চিঠি আছে। সেই চিঠি মাত্র একজন একবারই পড়তে পারবেন। এমনই এক রহস্যময় চিঠির (mysterious letter) লেখিকা সদ্য প্রয়াত ব্রিটেনের (UK)  রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। তাঁর লেখা চিঠি পড়তে আরও ৬৩ বছর অপেক্ষা করতে হবে।

বিবিসির খবর, ২০৮৫ সাল নাগাদ সেই চিঠি পড়বেন তখনকার দায়িত্ব প্রাপ্ত সিডনির মেয়র। তিনিই পড়বেন। তিনিই আবার সেই চিঠি গোপন ভল্টে রেখে দেবেন। চিঠিতে সিডনিবাসীর জন্য কিছু লিখে গেছেন দ্বিতীয় এলিজাবেথ । এবং চিঠি নিয়ে এখন তীব্র কৌতুহল বিশ্বে। তবে উপায় নেই। কড়া নিয়মের বাঁধনে নিরাপত্তার কঠিন বলয়ে চিঠি রাখা আছে গোপন কুঠুরিতে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একসাথে ১৫টি দেশের অধিশ্বরী-রানি তথা খাতায় কলমে রাষ্ট্রপ্রধান ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তার একটি হলো অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডেরও যেমন তিনি রানি তেমনই অস্ট্রেলিয়ারও। রানি থাকাকালীন এলিজাবেথ  সিডনিবাসীর উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন। রানির বার্তা কী ছিল সেটি তিনি ছাড়া জানা নেই কারও।

রানির নির্দেশ চিঠিটি খোলা যাবে ২০৮৫ সালে। গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। এই মৃত্যুর মধ্য দিয়ে তাঁর ৭০ বছরের শাসনের অবসান হয়েছে। রানি এলিজাবেথ ১৯৮৬ সালের নভেম্বরে ওই চিঠিটি লেখা শেষ করেছিলেন। চিঠি সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনে একটি ভল্টের ভেতরে সংরক্ষিত আছে।

রানি এলিজাবেথের স্বাক্ষর করা এই চিঠিতে সিডনির মেয়রকে সম্বোধন করে বলা হয়েছে, ২০৮৫ সালের একটি উপযুক্ত দিন বেছে নিয়ে দয়া করে এই খামটি খুলবেন। সিডনির নাগরিকদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন।