Queen Elizabeth ll: এলিজাবেথের শেষযাত্রা, লন্ডনে রাষ্ট্রপ্রধানদের শোক জ্ঞাপন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ছিলেন বিশ্বের মধ্যে এক বর্ণময় চরিত্র৷ সেই অধ্যায়ের আক্ষরিক পরিসমাপ্তি হচ্ছে সোমবার। টানা ৭০ বছর ধরে রাজত্ব করে…

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ছিলেন বিশ্বের মধ্যে এক বর্ণময় চরিত্র৷ সেই অধ্যায়ের আক্ষরিক পরিসমাপ্তি হচ্ছে সোমবার। টানা ৭০ বছর ধরে রাজত্ব করে আসা ‘দ্য লংগেস্ট লিভিং মনার্ক’ -কে বিদায় জানাচ্ছে ইংল্যান্ড। আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

স্বামী প্রিন্স ফিলিপের পাশের কবরেই শায়িত হবে তাঁর দেহ৷ এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত দু হাজারের বেশি প্রতিনিধি। তার মধ্যে রয়েছে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা৷ ভারতের তরফে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ একাধিক কর্মসূচির কারণে উপস্থিত হতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত হয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে ইমানুয়েল ম্যাক্রন সহ বিশ্বের শক্তিধর দেশগুলির রাষ্ট্রপ্রধানরা৷

গত ৮ সেপ্টেম্বর বালমোরাল ক্যাসেলে থাকাকালীন মৃত্যু হয় রানি এলিজাবেথের। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। দ্বিতীয় এলিজাবেথের চার সন্তান। চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স এডওয়ার্ড৷ চার জনেই মৃত্যুর আগেই উপস্থিত হয়েছিলেন বালমোরাল ক্যাসেলে। শেষযাত্রায় শামিল থাকছে সকলেই৷

একটানা ১০ দিন ধরে শোক পালনের পর শেষকৃত্য সম্পন্ন হবে৷ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শায়িত রয়েছে রানির মরদেহ। রাজকীয় মর্যাদায় পালিত হবে রানির শেষযাত্রা৷ স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বাকিংহ্যাম প্যালেসের নিয়ে আসার পরেই শেষকৃত্য সম্পন্ন হবে৷

এলিজাবেথের শেষযাত্রায় কোনও ত্রুটি যাতে না থাকে তৎপর হয়েছে প্রশাসন৷ একেবারে সমস্ত নিয়ম মেনেই পালন করা হবে রানির শেষযাত্রা৷ যা সমস্ত সরকারি চ্যালেনের মাধ্যমে বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে৷ প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক আজ শহরজুড়ে নিরাপত্তার দেখভাল করবে। সঙ্গে থাকবে রাজপরিবারের অন্যান্য কর্মীরা।