Abortion Law: সুপ্রিম রায় মেনে নিতে পারছেন না প্রিয়াঙ্কা

আমেরিকায় গর্ভপাত আইন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা গর্ভপাতের বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আদালতের রায়ে…

আমেরিকায় গর্ভপাত আইন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা গর্ভপাতের বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

আদালতের রায়ে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনও মহিলা গর্ভপাত করাতে পারবেন না। এই সিদ্ধান্তে প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুটি পোস্ট শেয়ার করেছেন। প্রথমটায় তিনি একটি কার্টুন পোস্ট করেন। দ্বিতীয় স্টোরিতে তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার পোস্টটি শেয়ার করেন।

মিশেল ওবামা তার বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্তে তিনি মর্মাহত। ‘হ্যাঁ, আমার হৃদয় ভেঙে গেছে। একটি কিশোরী মেয়ে যে এমনকি তার স্কুল শেষ করার জন্য একটি অবস্থানে নেই সে জানে না যে সে কোথায় তার জীবিকা নির্বাহ করবে কারণ আইন তার সন্তান ধারণের অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এখন সেই নারীরাও হয়তো সন্তান নিতে বাধ্য হবে যারা জানে যে তাদের লালন-পালন করতে পারবে না। তাদের বাবা-মা দেখবেন তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এমনকী, জেলের ভয় থাকবে বলে স্বাস্থ্য পরিষেবার লোকেরাও তাঁদের সাহায্য করতে পারবেন না৷’

 

প্রিয়াঙ্কা ছাড়াও সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন অন্যান্য সেলিব্রিটিরা।