Peru : গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠায় বরখাস্ত হলেন প্রধানমন্ত্রী

গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠায় বরখাস্ত হলেন পেরুর (Peru) প্রধানমন্ত্রী। দু’দিন আগে পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালের পিন্টোর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠে। দেশবাসী প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ…

গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠায় বরখাস্ত হলেন পেরুর (Peru) প্রধানমন্ত্রী। দু’দিন আগে পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভ্যালের পিন্টোর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠে। দেশবাসী প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে দাবি তোলে। বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই এমনকী, মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি জানান। পিন্টো পদত্যাগ না করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলো তাঁকে বরখাস্ত করেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পিন্টোর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তাঁর স্ত্রী এবং মেয়ে। 

দেশের বিদেশ মন্ত্রী সিজার ল্যান্ডা জানান, যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠে তাঁর কখনওই প্রধানমন্ত্রীর চেয়ারে আঁকড়ে থাকা উচিত নয়। বিদেশ মন্ত্রীর পর মন্ত্রিসভার একাধিক সদস্যও পিন্টোর পদত্যাগ দাবি করেন। তবে পিন্টো স্বেচ্ছায় সরে না দাঁড়ানোয় শেষ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট তাঁকে বরখাস্ত করেন।

   

বৃহস্পতিবার পিন্টোর বিশ্ববিদ্যালয়ে পাঠরত কন্যা তাঁর বাবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন। মেয়ের অভিযোগকে পুরোপুরি সমর্থন করেন প্রধানমন্ত্রীর স্ত্রী। তবে প্রধানমন্ত্রী পিন্টো তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কংগ্রেসের তরফে অনাস্থা প্রস্তাব না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেবেন না। কিন্তু রাজনৈতিক দলগুলির পাশাপাশি পেরুর বাসিন্দারা অবিলম্বে পিন্টোকে বরখাস্ত করার দাবি জানান। রাজনৈতিক এবং আমজনতার চাপে পড়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ক্যাস্টিলো প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।