Greece: বাংলাদেশ সেনার জন্য কেনা মর্টারশেল সমেত ভেঙে পড়ল বিমান

বাংলাদেশ সেনাবহিনী ও বিজিবির জন্য কেনা বিপুল পরিমান মর্টারশেল সমেত একটি কার্গো বিমান ভেঙে পড়েছে (Greece)গ্রিসে। গ্রিসে বিধ্বস্ত হওয়া বিমানটিতে প্রশিক্ষণ মর্টারশেল ছিল বলে জানিয়েছে…

বাংলাদেশ সেনাবহিনী ও বিজিবির জন্য কেনা বিপুল পরিমান মর্টারশেল সমেত একটি কার্গো বিমান ভেঙে পড়েছে (Greece)গ্রিসে।

গ্রিসে বিধ্বস্ত হওয়া বিমানটিতে প্রশিক্ষণ মর্টারশেল ছিল বলে জানিয়েছে বাংলাদেশ সেনার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এএফপি জানাচ্ছে, ইউক্রেনের এয়ারলাইন্স পরিচালিত আন্তোনভ অ্যান-১২ কার্গো বিমানটি সার্বিয়া থেকে জর্ডন যাচ্ছিল। ইঞ্জিনে সমস্যা হয়। সেই কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ করেন। অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায়।

গ্রিসের সংবাদ মাধ্যম জানাচ্ছে, কাভালা শহরের কাছে ওই কার্গো বিমানটি আছড়ে পড়ে। এই দুর্ঘটনার পর গ্রিসের সেনাবাহিনী ও বিস্ফোরক বিশেষজ্ঞ সহ । দেশটির পরমাণু বিভাগের কর্মীরা ঘটনাস্থল জুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। পরমাণু কোনও বিকিরণের সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঢাকায় শোরগোল। কী ধরণের সামরিক অস্ত্র বা সরঞ্জাম নিয়ে আসছিল বিমানটি তা নিয়ে প্রশ্ন। বাংলাদেশ সরকার জানাচ্ছে, প্রশিক্ষণ মর্টারশেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে।