Pakistan: চরম উত্তেজনা পাকিস্তানে, বিরোধী জোটের পক্ষে শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা

নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা করেছে প্রেসিডেন্ট আরিফ আলভি। এর পরেই বিরোধী জোট আরও আক্রমণাত্মক। তাদের তরফে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী…

shahbaz sharif as new prime minister

নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা করেছে প্রেসিডেন্ট আরিফ আলভি। এর পরেই বিরোধী জোট আরও আক্রমণাত্মক। তাদের তরফে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হলো। বিরোধী দলনেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী বলে জানানো হয়েছে।

বিরোধীদের দাবি, অনাস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনে ইমরান খান প্রেসিডেন্টকে দিয়ে সংসদ ভাঙিয়েছেন। ভোট হলে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হতেন।
পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসলামাবাদে প্রবল রাজনৈতিক উত্তাপ। সংসদ ভেঙে দেওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।

রবিবার ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন পাকষ জাতীয় সংসদেপ ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর তিনি অনাস্থার প্রস্তাব নাকচ করে দেন।তবে বিরোধীরা ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করার আদেশকে অবৈধ ঘোষণা করে। এরপর শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা করে। পাক সংবাদ মাধ্যমের খবর ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে সংসদে এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ শরিফ।

শুধু তাই নয়, ১৯৭ জন বিরো়ধী সদস্য পিএমএল-এনের সংসদ সদস্য আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন বলে দাবি করে পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমানের। তিি একটি ভিডিও টুইট করেছেন।