Pakistan: আঁধারে পাকিস্তান, জাতির জনক জিন্নাহর সমাধিতে কালো ছায়া

আ়ঁধারে ডুবছে (Pakistan) পাকিস্তান। একে চিড়বিড়ানি গরম তায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুত বিহীন (Load shedding) জীবন। বিদ্যুত উৎপাদনে ব্যাপক ঘাটতিতে দিশেহারা পাক সরকার। এমনই পরিস্থিতি…

আ়ঁধারে ডুবছে (Pakistan) পাকিস্তান। একে চিড়বিড়ানি গরম তায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুত বিহীন (Load shedding) জীবন। বিদ্যুত উৎপাদনে ব্যাপক ঘাটতিতে দিশেহারা পাক সরকার। এমনই পরিস্থিতি যে দেশটির জাতির জনক মহম্মদ আলি জিন্নাহর ( Muhammad Ali Jinnah) ঐতিহাসিক সমাধি (Quaid’s Mausoleum) ঢাকছে কালো ছায়ায়।

পাক সংবাদপত্র The Express Tribune জানাচ্ছে বাণিজ্য নগরী করাচিতে ভয়াবহ বিদ্যুত বিপর্যয় চলছে। সেই কারণে জিন্নাহ সমাধিস্থলের বিদ্যুত সরবরাহ বিঘ্নিত। বিদ্যুত না থাকায় আলোময় সমাধির আলো ব্যবহার কমানো হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

করাচির জিন্নাহ সমাধিস্থল পাকিস্তানের অন্যতম দর্শন স্থান। ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মহম্মদ আলি জিন্নাহ প্রয়াত হন। তাঁর দেহ করাচিতে সমাধিস্থ করা হয়। সেই স্থানে নির্মিত হয় সৌধ।

The Exppress Tribune আরও জানাচ্ছে, চলতি বছর পাক জাতির জনক জিন্নাহর প্রয়াণ দিবসেও আঁধারে ঢেকে ছিল এই সৌধ। এমনকি নিরাপত্তার জন্য রাখা সবকটি সিসিটিভি ও ফ্লাডলা়ইট বন্ধ করা হয়।

টানা দু মাসের বেশি বিদ্যুত সংকটে পাকিস্তান। জ্বালানি সংকট ও প্রযুক্তিগত কারণে এমন লোডশেডিং হচ্ছে। বিবিসির খবর, পাকিস্তানে এখন বিদ্যুতের চাহিদা ২৫ হাজার মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ১৮ হাজার মেগাওয়াট।

পাক সংবাদপত্র The Dawn জানাচ্ছে, জ্বালানি সংকটের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে উৎপাদন কম হচ্ছে। প্রচণ্ড গরমে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুত বিপর্যয় চলছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্দেশ দিয়েছেন ১ মে থেকে পাকিস্তানে বিদ্যুৎ ঘাটতির সমস্যা যেন না থাকে।