Pakistan: জারি পরোয়ানা, গ্রেফতারির মুখে ইমরান খান

এক মহিলা বিচারপতিকে নিয়ে অসাংবিধানিক মন্তব্যের জেরে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রীকে কি গ্রেফতার করা…

FATF: Pakistan remains on the gray list

এক মহিলা বিচারপতিকে নিয়ে অসাংবিধানিক মন্তব্যের জেরে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রীকে কি গ্রেফতার করা হবে? রাজনৈতিক আলোড়ন পাকিস্তানে।

মেয়াদপূর্তির আগে বিরোধী জোটের সম্মিলিত ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান। এরপর তাঁর বিরাট বিরাট জনসভা, রাজধানী ইসলামাবাদ ঘেরাও অভিযান ও হিংসাত্মক পরিবেশ তৈরির অভিযোগ ওঠে। প্রবল রাজনৈতিক উত্তেজনায়  নিয়ে পাক সুপ্রিম কোর্ট থেকে আন্দোলনের ছাড়পত্র পান ইমরান খান। এবার বিপত্তি বাড়ল।

  • গ্রেফতার হতে পারেন ইমরান খান। পাকিস্তান জুড়ে আলোড়ন।
  • সরকার ও মহিলা বিচারকে হুমকির অভিযোগ।
  • তেহরিক ই ইনসাফ সমর্থকদের বিক্ষোভ শুরু।
  • ইসলামাবাদ ঘেরাও রুখতে নামছে সেনা।

বিস্তারিত সংবাদ পড়ুন

পাক সংবাদমাধ্যমের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট পরোয়ানা জারি করেছেন।

গত ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়। সেই মামলায় জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

The Express Tribune ও The Dawn জানাচ্ছে,আ দালত অবমাননার মামলায় ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে একটি হলফনামা জমা দেন। সেই হলফনামায় তিনি ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।এর পরেই তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা।

FATF: Pakistan remains on the gray list

ইসলামাবাদে ভাষ়ন দেওয়ার সময় ইমরান খান  এক পুলিশ কর্মকর্তা, মহিলা বিচারক, সরকারকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন আইন সবার জন্য সমান।