Pakistan: ক্ষমতাচ্যুত হবার পথে ইমরান খান, বিরোধী জোট জমাট

পাকিস্তানের (Pakistan) ক্ষমতাসীন তেহরিক ই ইউনসাফ (PTI) ও প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতে একজোট হয়েছে বিরোধীরা। দেশটির প্রধান দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (PML-N) এবং…

Opposition takes PM Imran to task for 'thief mantra'

পাকিস্তানের (Pakistan) ক্ষমতাসীন তেহরিক ই ইউনসাফ (PTI) ও প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতে একজোট হয়েছে বিরোধীরা। দেশটির প্রধান দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (PML-N) এবং পাকিস্তান পিপলস পার্টি (PPP) পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলার পরিকল্পনা করছে।

পিএমএলএন নেত্রী মরিয়ম নাওয়াজ ও পিপিপি নেতা প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মধ্যে সমঝোতা চূড়ান্ত বলেই জানাচ্ছে পাক সংবাদমাধ্যম।

   

পাক জাতীয় সংসদের বিরোধীরা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বলেছেন, তিন বছর আগে ক্ষমতায় আসা ইমরান খানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ধংস হচ্ছে। তিনি কেবল তার ‘চোর মন্ত্রে’ অটল রয়েছেন। বিরোধী নেতারা দাবি করেন, ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্তে সরকার উদ্বেগে। খোদ প্রধানমন্ত্রী কুর্সি হারানোর চাপে আছেন।

ইমরান খান সরাসরি জারদারি পরিবারের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি মামলায় কারাদণ্ড থেকে বাঁচতে তারা মরিয়া হয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেষ্টা চলছে।

পিএমএল-এনের মুখপাত্র ও পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ইমরান খানের মন্তব্য পরাজয়ের প্রকাশ্য স্বীকারোক্তি। শিগগিরই ইমরান খানের নেতৃত্বাধীন ধ্বংসাত্মক সরকারকে উৎখাত করে জনগণকে রক্ষা করা হবে। ইমরান খানের ক্ষমতাচ্যুতি দেশ ও জনগণকে তার ঐতিহাসিক অযোগ্যতা, দুর্নীতি ও লুটপাটের হাত থেকে রক্ষা করবে।

পিপিপির মুখপাত্র শাজিয়া মারি বলেন, ইমরান খান বিভিন্ন দেশে তার বিদায়ী সফর শুরু করেছেন