No Hijab: হিজাবে আগুন বিদ্রোহ, ইরানি মহিলাদের বিক্ষোভে পুলিশের গুলি

ইরান (Iran) জ্বলছে হিজাব (No Hijab) পোড়ানোর আগুনে। রাজপথে ঘরে, সর্বত্র চলছে ইরানি নারীদের প্রবল প্রতিবাদ। প্রকাশ্যে চুল কেটে হিজাবে আগুন ধরিয়ে তাঁদের প্রতিবাদ (Free…

ইরান (Iran) জ্বলছে হিজাব (No Hijab) পোড়ানোর আগুনে। রাজপথে ঘরে, সর্বত্র চলছে ইরানি নারীদের প্রবল প্রতিবাদ। প্রকাশ্যে চুল কেটে হিজাবে আগুন ধরিয়ে তাঁদের প্রতিবাদ (Free From Hijab) দেখাচ্ছেন। রাজধানী তেহরানের (Tehran) বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত কমপক্ষে পাঁচ জন।

বিবিসির খবর, হিজাব বিহীন অবস্থা়য ইরানি যুবতী মাহশা আমিরিকে পুলিশ গ্রেফতার করে। অভিযোগ তাঁকে পিটিয়ে মেরে ফেলে পুলিশ। এর পর থেকে ইরান জুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে।

   

Iran

ইরানের অভ্যন্তরে এই ‘হিজাব বিরোধী বিদ্রোহ’ তুঙ্গে। সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে। রাষ্ট্র সংঘ মানবাধিকার পরিষদ (UNHRC) প্রধান নাদা আল আসিফ বলেছেন, পুলিশের হেফাজতে যুবতী আমিরির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত হোক। তবে তেহরান এই দাবি মানবে কিনা তা স্পষ্ট নয়। তিনি বিক্ষোভ দমনে ইরান সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

বিবিসির খবর, ইরানি রাজতন্ত্র ‘শাহ’ শাসনের অবসান হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী গণ আন্দোলনে। আশির দশকের সেই আন্দোলন ইসলামি বিপ্লব বলে পরিচিত। এর পর যে গণতান্ত্রিক ইরান তৈরি হয় তাতে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। সম্প্রতি ইরান সরকার হিজাব পরার নিয়মে আরও কড়াকড়ি করেছে। আমিরির মৃত্যুর পর হিজাব বিহীন মহিলা বিক্ষোভ আরও তুঙ্গে।